SSC Examination 2025: 'এই করুণা আমার প্রাপ্য নয়', যোগ্যতা প্রমাণের পরীক্ষায় আবারও বসে বলছেন চাকরিহারা অনিন্দিতা
SSC Exam: 'একটা লজ্জার জায়গা। যখন কোথাও যাই, স্কুলে যাই, অনেকে দূর থেকে বলেন আপনি ২০১৬- র তো, পড়ছেন তো, ভাল করে পরীক্ষা দিন, দেখবেন হয়ে যাবে, এই করুণা আমার প্রাপ্য নয়।'

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : ২০১৬ সালে চাকরি পেয়েছিলেন অনিন্দিতা হালদার। আজ ফের যোগ্যতার প্রমাণ দিতে পরীক্ষায় বসতে হচ্ছে তাঁকে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজ অনিন্দিতা চাকরিহারা শিক্ষিকা। তিনি বলছেন, 'আত্মবিশ্বাস আছে, মনে জোর আছে, কিন্তু ভিতরে একটা চাপা অভিমান, কোথাও যেন একটা কষ্ট ভীষণ ভাবে কাজ করছে। মনে হচ্ছে এই জায়গাটা আমাদের জায়গা নয়। একটা লজ্জার জায়গা। যখন কোথাও যাই, স্কুলে যাই, অনেকে দূর থেকে বলেন আপনি ২০১৬- র তো, পড়ছেন তো, ভাল করে পরীক্ষা দিন, দেখবেন হয়ে যাবে, এই করুণা আমার প্রাপ্য নয়। এই করুণার জায়গাটা আমার নয়। আমার জীবন তো ভালই চলছিল, সুন্দর চলছিল। এক চিলতেয় সব ওলট পালট হয়ে গেল।'
অনিন্দিতা আরও জানিয়েছেন যে আগে আশা-ভরসা ছিল। তালিকা বেরনোর পর ভেবেছিলেন কিছু হবে। কিন্তু তারপরেও ফের পরীক্ষায় বসতে হওয়ায় আশাহত তিনি। কী বলবেন ভেবে পাচ্ছেন না। স্বচ্ছ নিয়োগ নিয়েও সংশয়ে রয়েছেন তিনি। ১০ নম্বর এগিয়ে থেকেও আশঙ্কার দোলাচলে রয়েছেন তিনি। পরীক্ষার পর, ইন্টারভিউতে কী হবে তা নিয়েও চিন্তিত অনিন্দিতা।
২০১৬ সালে অনিন্দিতার র্যাঙ্ক ছিল ৭৬, কিন্তু এবার কী হবে তা নিয়ে চিন্তায় তিনি। স্বভাবতই এতদিন পড়ে প্রস্তুতি নেওয়া যে কোনওভাবেই আগের মতো সম্ভব নয় সে কথাও বলেছেন তিনি। সংসারের চাপ রয়েছে। রয়েছে ছোট সন্তানও। এত বছর ধরে চাকরি করে নিজের ছাত্রছাত্রীদের যেকথা বলেছেন, ভাল করে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছেন, আজ অনিন্দিতা নিজেই সেই জায়গায় দাঁড়িয়ে। এতদিন পরে সেই আগের মতো প্রস্তুতি নেওয়া, এবারের পরীক্ষায় কী হবে তা নিয়ে যথেষ্টই চিন্তিত তিনি।
আজ SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪। পরীক্ষার্থীর সংখ্য়া ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। পরীক্ষাকেন্দ্র ৪৭৮টি। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হবে ইতিহাস, ভূগোল, হিন্দি, বায়োলজিক্য়াল সায়েন্স এবং বাংলার। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিষেধ। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা কেন্দ্রে। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে পরীক্ষা হবে। বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে অতিরিক্ত ২০ মিনিট সময়। পরীক্ষার্থীদের দেওয়া হবে OMR শিটের কার্বন কপি। এর আগে ৭ তারিখ SSC-র নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। নবম-দশমে শূন্যপদের সংখ্যা ২৩ হাজার ২১২।






















