SSC Job Seekers' Agitation : একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবি, ফের বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের
Salt Lake Mayukhbhavan : একাধিক মৌখিক প্রস্তাব তাঁরা পেয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত হাতে নিয়োগপত্র পাননি।
কলকাতা : সল্টলেকে (Saltlake) ময়ূখ ভবনের সামনে ফের এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই মর্মে আন্দোলনকারীদের তরফে এসএসসি ভবনে ডেপুটেশন দিতে যান দুই প্রতিনিধি।
কী দাবি-দাওয়া চাকরিপ্রার্থীদের ?
এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। তালিকায় নাম থাকা সত্ত্বেও শেষ ছয় বছর ধরে লড়াই চালাচ্ছেন তাঁরা। একাধিক মৌখিক প্রস্তাব তাঁরা পেয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত হাতে নিয়োগপত্র পাননি। কবে, তাঁরা নিয়োগপত্র পাবেন, সেই দাবিতেই আজ বিক্ষোভ।
বিক্ষোভকারীদের মধ্যে দুই জন এসএসসি ভবনে ডেপুটেশন দিতে গেছেন। তাঁদের দাবি, আগামী এক মাসের মধ্যে যদি তাঁরা হাতে নিয়োগপত্র না পান তাহলে তাঁরা রাস্তায় নামবেন। এই আন্দোলন বৃহত্তর দিকে যাবে। এছাড়া দুর্নীতিগ্রস্তদের চূড়ান্ত শাস্তি দাবি করেছেন আন্দোলনকারীরা।
এক চাকরিপ্রার্থী বলেন, "মেধাতালিকায় থাকা সত্ত্বেও যাঁরা ক্রমতালিকা জ্যাম করে আমাদের কার্যত পিছনে 'লাথি মেরে' ফেলে দিয়েছেন, তাঁদের চূড়ান্ত শাস্তি দাবি করছি। কিন্তু, এই যে চোর-পুলিশ খেলা, এর মধ্যে আমরা যাঁরা শিক্ষিত চাকরিপ্রার্থী তাঁদের কিন্তু পেট ভরছে না। আমরা নিয়োগপত্র চাই। এটাই আমাদের মূল দাবি।"
আরও পড়ুন ; সিবিআইয়ের পর SSC দুর্নীতি মামলার তদন্তে এবার ইডি
এসএসসি দুর্নীতিতে ইডি-র হস্তক্ষেপ-
এদিকে এসএসসি-দুর্নীতি (SSC) মামলায় সিবিআইয়ের (CBI) পর এবার ইডি (ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হস্তক্ষেপ। এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনলেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির (ED)। দিল্লিতে ইডির সদর দফতর থেকে কলকাতার সিবিআই দফতরে চিঠি। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে এফআইআরের ৪টি কপি ও যাবতীয় নথি চাওয়া হয়েছে। চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, মনে করছে ইডি, এমনই খবর সূত্রের। জানা গিয়েছে, সিবিআইয়ের নথি ও বাগ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে ইডি-র এফআইআর।