Shanti Prasad Sinha: শান্তিপ্রসাদ সিন্হার বাড়িতে সিবিআই, এবার জিজ্ঞাসাবাদ বাড়ির লোকেদের
SSC নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে খোঁজ চালাচ্ছে সিবিআই।
প্রকাশ সিনহা, কলকাতা : SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার বাড়িতে (Shanti Prasad Sinha's house ) সিবিআইয়ের তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সিবিআইয়ের ৫ সদস্যের দল এসপি সিন্হার সার্ভে পার্কের বাড়িতে যায়।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির সদস্যদের। SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার কোথায় কী সম্পত্তি রয়েছে, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের। খবর সিবিআই সূত্রে।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে খোঁজ চালাচ্ছে সিবিআই। সিবিআইয়ের নজরে রয়েছে, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের যাবতীয় সম্পত্তি। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত নথিও চান সিবিআইয়ের তদন্তকারীরা। পাশাপাশি, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের নামে-বেনামে শেষ পাঁচ বছরে কোথায় কত সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত নথিও চাওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দারা।
আরও পড়ুন :
২৬৯ জনকে কেন এক নম্বর বাড়তি দেওয়া হল? আদালতে কী জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
SSC’র নবম-দশমে শিক্ষক নিয়োগ, গ্রুপ C ও গ্রুপ D’তে কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে তেরোটি মামলা হয়েছে। এই মামলাগুলিতে SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা SSC’র উপদেষ্টা কমিটির সদস্য অলককুমার সরকার, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, তাপস পাঁজা ও সুকান্ত আচার্যের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে।
দুপুর ৩ টের শিরোনাম একনজরে
১। সেনার অগ্নিপথ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ বিহার। ৪ বছর পর ভবিষ্যৎ কী? প্রশ্ন তুলে বিহার জুড়ে বিক্ষোভ। অবরোধ, ট্রেনে আগুন, পাথর বৃষ্টি। বিক্ষোভ ছড়াল হরিয়ানাতেও।
২। দেশের বেকার যুবকদের অগ্নিপথে হাঁটিয়ে ধৈর্যের অগ্নিপরীক্ষা নেবেন না। প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের। প্রকল্পের পুরো তথ্য প্রকাশ্যে আনার দাবি বিজেপিতেই। রাজনাথকে চিঠি বরুণ গাঁধীর।
৩। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদে তল্লাশি সিবিআইয়ের। অ্যাডমিনকে জিজ্ঞাসাবাদ। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদের বাড়িতেও হানা।
৪। ২৬৯ নয়, বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। আবেদনকারী ২ হাজার ৭৮৭ জনের মধ্যে শুধুমাত্র প্রশিক্ষিতদেরই বাড়তি নম্বর, হাইকোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
৫। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষ। সোমবার শুনানি।
৬। ৩ দিনে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে কাল ফের তলব ইডি-র। প্রতিবাদে আজ দেশের সব রাজভবন অভিযান কংগ্রেসের।
৭। রাহুলকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করায় অত্যাচার করছে দিল্লি পুলিশ। অধীরের নেতৃত্বে লোকসভার স্পিকারের কাছে নালিশ। দুর্নীতি করায় ভয় পাচ্ছে কংগ্রেস, পাল্টা বিজেপি।
৮। কয়লা পাচার তদন্তে এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে সওকত-ঘনিষ্ঠ। নিজাম প্যালেসে হাজির যুব তৃণমূল নেতা সাদেক লস্কর। শুরু জিজ্ঞাসাবাদ।
৯। সাসপেনশন উঠল শুভেন্দু সহ বিজেপির ৭ বিধায়কের। হাইকোর্টের নির্দেশে মোশন জমা দেওয়ায় বিধানসভার বিএ কমিটির বৈঠকে সিদ্ধান্ত।