Mamata Banerjee: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত, রাজ্যপালকে চিঠি মুখ্যমন্ত্রীর
CV Ananda Bose: রাজ্যপালের কোন পদক্ষেপে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী? চিঠিতে কী লিখলেন?

আশাবুল হোসেন, কলকাতা: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত, রাজ্যপালকে চিঠি মুখ্যমন্ত্রীর। 'কাল রাজভবনে একটি অনুষ্ঠানের আয়োজন, নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস। আপনার এই সিদ্ধান্তে আমি স্তম্ভিত, বিস্মিত এবং ভীষণভাবে আঘাত পেয়েছি', রাজ্যপালকে চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও লিখেছেন, '১৯৪৭ সালে বঙ্গভঙ্গের পর প্রতিষ্ঠা নিয়ে আমরা কখনও কোনও উদযাপন অনুষ্ঠান করিনি। শুধুই জড়িয়ে রয়েছে দুঃখজনক স্মৃতির অধ্যায়। লক্ষ লক্ষ গৃহহীন মানুষ এপার থেকে ওপারে গেছে, ওপার থেকে এপারে এসেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। ফলে এই দিনটাকে আলাদাভাবে উদ্ যাপন করার অর্থ দেশভাগের স্মৃতিকে আবার ফিরিয়ে আনা। এই ধরণের অনুষ্ঠানের আগে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা প্রয়োজন, সরকারকে জানানো দরকার, কিন্তু একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।' যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি চিঠিতে লিখেছেন, 'এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এই ধরণের অনুষ্ঠান থেকে বিরত থাকুন', রাজ্যপালকে অনুরোধ মুখমন্ত্রীর। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এটা উদ্ যাপন দিন নয়, দুঃখের দিন, যা অতীত স্মৃতিতে ফিরিয়ে আনবে, আমরা তা কখনই চাই না।'
পঞ্চায়েত ভোট নিয়েও তরজা:
ভোটের আগেই ৯ দিনে ৭ খুন। সন্ত্রাসের অভিযোগ শুনতে রাজভবনে পিস রুম রাজ্যপালের। প্রতি মূহূর্তে আসছে অভিযোগ। ফোন এসেছে শাসক দলের তরফেও। উপচে পড়ছে ই মেলের ইনবক্স, খবর রাজভবন সূত্রে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল রাজ্যপালের। কেন পিস রুম খোলা হয়েছে? রাজ্যপাল বলেন, 'কিছু দুষ্কৃতী কিছু জায়গায় ওয়াররুম খুলেছে, সেইজন্যই কারণেই 'পিসরুম' খোলা হয়েছে। রাজ্যের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করাই লক্ষ্য। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, সেই জন্যই শান্তিকক্ষ খোলা হয়েছে। রাজ্যে শান্তি এলেই পিস রুমের কাজ শেষ। কিছু ঘটনা ঘটেছে, সবাই মিলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে এটা ঠিক যে সন্ত্রাস এখানে হচ্ছে। সন্ত্রাস বন্ধ করতে হবে, আমি সেই চেষ্টাই করছি।''একাধিক দুর্ভাগ্যনজক ঘটনা সামনে এসেছে। কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে হাইকোর্টের নির্দেশে মেনে চলা চলা উচিত। তবে রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছে। সর্বোচ্চ আদালত যা নির্দেশ দেবে তাই মেনে চলব।', মন্তব্য রাজ্যপালের। তিনি বলেন, 'সাংবিধানিক নিয়ে মেনেই সব করেছি।'
তীব্র কটাক্ষ তৃণমূলের:
ভোটের আগে সন্ত্রাসের অভিযোগে রাজভবনের কন্ট্রোল রুম খোলা নিয়ে তীব্র আক্রমণ করছেন কুণাল ঘোষ। টুইটারে তিনি লিখেছেন, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। ভোটের সময় বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন। ৩-৪টি বুথে বিরোধীদের পরিকল্পিত অশান্তি। আমাদের কর্মীদের মৃত্যু। বাকি গোটা রাজ্য স্বাভাবিক। বিরোধীরা এ যাবৎকালের সর্বাধিক মনোনয়ন দিয়েছেন। রাজ্যপাল এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজছেন।
আরও পড়ুন:কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?






















