Supreme Court: ‘অন্য রাজ্যে কি বেশি DA দেওয়া হয়?’, জানতে চাইল সুপ্রিম কোর্ট, বিকাশরঞ্জন বললেন...
DA Case: মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবীদের কথা শোনে আদালত। আজ সরকারি কর্মচারী সংগঠনের।

কলকাতা: মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে (DA Case)। সেই শুনানি চলাকালীন এবার অন্যান্য রাজ্যের সরকারি কর্মীরা কত হারে DA পাচ্ছেন, জানতে চাইল শীর্ষ আদালত। সেই সংক্রান্ত উদাহরণও দিতে বলা হল। কর্মচারী সংগঠনের আইনজীবী জানালেন, তাঁদের কাছে তেমন উদাহরণ রয়েছে। বুধবার দ্বিতীয় দিন আদালতে DA মামলার শুনানি হল। (Supreme Court)
এর আগে, মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবীদের কথা শোনে আদালত। বুধবার কর্মচারী সংগঠনের আইনজীবী রাজ্য সরকারি কর্মীদের অবস্থান তুলে ধরেন। সেই শুনানি চলাকালীন বিচারপতি পিকে মিশ্র জানতে চান, "অন্য রাজ্যের সরকারি কর্মীরা কি বেশি DA পান? দিল্লির বঙ্গভবনে বা চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারের কর্মীরা বেশি DA পান কি? তেমন হলে উদাহরণ দিন।" এতে কর্মচারী সংগঠনের আইনজীবী বলেন, "নিশ্চয়ই, আমাদের কাছে উদাহরণ আছে।" (DA Case)
DA নিয়ে অন্য রাজ্যের সরকারি কর্মীদের জন্য আলাদা নির্দেশিকা জারি হয়েছিল কিনা, তাও জানতে চান বিচারপতি মিশ্র। কর্মচারী সংগঠনের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, "দিল্লি বা চেন্নাইয়ের কর্মীদের জন্য কি আলাদা কোনও নির্দেশিকা জারি করা হয়েছে?" জবাবে কর্মচারী সংগঠনের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম বলেন, "সম্ভবত না।"
এতে বিচারপতি মিশ্র বলেন, "তার মানে বেশ কিছু সময় ধরেই প্রাপ্য DA পাচ্ছেন না আপনারা?" উত্তরে আইনজীবী সুব্রহ্মণ্যম বলেন, "না মাঝে সামান্য কিছু দেওয়া হয়েছিল।" রাজ্য সরকারের কর্মীদের DA কীভাবে নির্ধারিত হয়, মঙ্গলবারও আদালতে সেই প্রসঙ্গ ওঠে। এদিন বিচারপতি মিশ্র বলেন, "আগেকার মহাজনদের মতো অর্থ সঞ্চয় করে রাখছে রাজ্য, যাতে সেটা অন্যত্র খাটানো যায়। আমরা বোঝার চেষ্টা করছি যে, All India Consumer Price Index (AICPI) শুধুমাত্র হিসেবের একটি প্রক্রিয়া, না কি AICPI-এর অর্থ কেন্দ্রীয় হারে DA. AICPI অনুসারেই রাজ্যগুলিকে DA-র হিসেব করতে হবে কি না, জানার চেষ্টা করছি আমরা।"
এদিন বিচারপতি মিশ্র জানান, রাজ্য সরকারি কর্মীদের DA-র ক্ষেত্রে AICPI আদৌ প্রযোজ্য় কি না, সেটাই এই মামলার মূল বিষয়বস্তু। এতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "কিছু কর্মচারীকে কেন্দ্রীয় হারে DA দিচ্ছে রাজ্য। তার মানে বুঝতে হবে, কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে চলছে রাজ্য।" একদিন আগে রাজ্য সরকার সাফ জানায়, কেন্দ্রীয় হারে DA দিতে বাধ্য নয় রাজ্য়। এর জন্য রাজ্যের উপর চাপ সৃষ্টি করা যায় না। DA কোনও মৌলিক অধিকার নয় বলেও মন্তব্য করে রাজ্য। বিচারপতি সঞ্জয় কারোলও জানান, DA মৌলিক অধিকার কি না, তা নিয়ে তাঁদের মনেও সন্দেহ আছে। সব পক্ষের বয়ান শুনেই এই মামলায় রায় শোনাবে আদালত।






















