Suvendu Adhikari : 'বিজেপিতে আসতে চেয়েছিলেন অতীন ঘোষ', RG করে ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক দাবি শুভেন্দুর
Atin Ghosh News : দাবি, কাশীপুর-বেলগাছিয়ায় তৃণমূল টিকিট না দিলে বিজেপির হয়ে লড়তেও চেয়েছিলেন অতীন।
কলকাতা : স্বাধীনতা দিবসের আগের দিন ' রাত দখলের ' রাতে আর জি কর মেডিক্যালে ভয়াবহ আক্রমণের স্মৃতি অমলিন। ১৪ অগাস্ট রাতে হাসপাতালে লাঠি, হকি স্টিক নিয়ে দুষ্কৃতী হামলার পরই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, মধ্যরাতে আর জি কর মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় সরাসরি জড়িয়ে অতীন ঘোষ। বলেছিলেন 'অতীন ঘোষকে দিয়ে হামলা করিয়েছেন মমতা, নিষ্ক্রিয় ছিলেন সিপি'। হাওড়া, কামারহাটি, বেলগাছিয়া থেকে লোক এনে হামলার অভিযোগ এনেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
আবারও আর জি করে ১৪ অগাস্ট রাতের ঘটনায় অতীন ঘোষকে নিশানা করলেন শুভেন্দু। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করেছিলেন অতীন ঘোষ। এর থেকেও বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেন, ২১-এর ভোটের আগে বিজেপিতে আসতে চেয়েছিলেন অতীন ঘোষ। দাবি, কাশীপুর-বেলগাছিয়ায় তৃণমূল টিকিট না দিলে বিজেপির হয়ে লড়তেও চেয়েছিলেন অতীন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবির অবশ্য কোনও জবাবই দেননি অতীন। এ বিষয়ে অতীন ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।
গত ১৫ অগাস্ট অবশ্য অতীন দাবি করেছিলেন, 'বেলগাছিয়া থেকে গিয়ে সিপিএম আর জি কর মেডিক্যালে ভাঙচুর চালিয়েছে। 'আমাদের দলের লোকেরা পরে গিয়ে পুলিশকে সহযোগিতা করেছে। সিপিএমের সঙ্গে হামলা চালিয়েছে বিজেপি। আড়িয়াদহ, বরানগর, হাওড়া থেকে বাইকে করে লোক এনেছে বিজেপি। জঘন্যতম চক্রান্ত, আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে এখন ধরা পড়বে বলে রাজনৈতিক কুৎসা করছে। সিপিএম-বিজেপি উস্কানি দিয়েছে, টার্গেট ছিল আন্দোলনকারীরা'।
গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। আর তারপর থেকেই আন্দোলনে উত্তাল রাজ্য। দেহ উদ্ধারের দিন থেকেই অবস্থান বিক্ষোভে বসেন আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। আর তারপর ১৪ অগাস্ট, স্বাধীনতা দিবসের আগের দিন, রাত দখলের আন্দোলনে নামে নাগরিক সমাজ। সেদিন সারা বাংলার হাজার হাজার মহিলা রাজপথে নামেন মধ্যরাতে। শান্তিপূর্ণ সেই প্রতিবাদের রাতে হঠাৎই দুষ্কৃতী হামলা ঘটে আর জি কর মেডিক্যালে। তছনছ করা হয় হাসপাতাল চত্বর, ল্যাবরেটরি, ইমার্জেন্সি ওয়ার্ড। সেদিনের ঘটনার পরই প্রথম অতীন ঘোষকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জেনে নিন বড় আপডেট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।