Suvendu Adhikari: মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে CCTV বসানো নিয়ে কাটমানি নিচ্ছে TMC : শুভেন্দু
Suvendu Attacks TMC : উপনির্বাচনের আগে তৃণমূলকে নিশানা বিরোধী দলেনতার, কী অভিযোগ আনলেন এবার শুভেন্দু ?
কলকাতা: দোরগড়ায় উপনির্বাচন। একদিকে যখন শুভেন্দু-সুকান্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূল। এবার পাল্টা নিশানা বিরোধী দলনেতারও। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। বললেন, 'মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে সিসিটিভি বসানো নিয়ে কাটমানি নিচ্ছে তৃণমূল' !
এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী বলেন, 'যে কোনও সমস্যা থেকে টাকা রোজগারের ব্য়াপারে তৃণমূলের ভূমিকা প্রশংসার যোগ্য। সুপ্রিম কোর্টে, সিসিটিভি বসানো নিয়ে রাজ্য সরকার এবং তার আইনজীবীরা অনেক বড় বড় কথা বলেছেন। অবশেষে রাত্তিরের সাথী প্রকল্পে সিসিটিভি বসানোর জন্য টেন্ডারও ডাকা হয়েছে। ঝাড়গ্রামে সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতালে ১৯৫ সিসিটিভি বসানো হবে। তার জন্য খরচ হবে ৩ কোটি টাকারও বেশি। প্রতিটি সিসিটিভির জন্য খরচ হবে দেড় কোটি টাকারও বেশি। অন্যদিকে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজে বসানো হবে ৫০ সিসিটিভি। এরজন্য খরচ হবে প্রায় ২ কোটি টাকা। প্রতিটি সিসিটিভর জন্য খরচ হবে সাড়ে ৩ লক্ষ টাকা। সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতির জন্য প্রসিদ্ধ। কিন্তু এবার তারা নিজেদেরও অতিক্রম করে গেছে।'
এরাজ্যে ইতিমধ্যেই একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর সজাগ হয়েছে রাজ্যের প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান-হোস্টেলগুলি। সেসময় উঠেছিল সিসিটিভি বসানোর কথা। এদিকে যাদবপুর পড়ুয়ার মৃত্যুর পরপরই আরজিকরের ঘটনায় এবার সরব সারা দেশ। নিরাপত্তার বহর বাড়াতে, কখন কোথায় কে ঢুকছে, কে বের হচ্ছে, ঠিক কী ঘটছে, সেই সব কিছু নিয়েই প্রমাণ রাখতে এবার সিসিটিভি বসানোর কথা হয়েছে মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে। তবে এই অবধি সব ঠিকই ছিল। এই নিরাপত্তা বলয়ের মাঝেই গুরুতর অভিযোগ সামনে আনলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের TMC প্রার্থী সঙ্গীতা রায়ের, জনস্বার্থ মামলা খারিজ
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।