WB By Election 2024: আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের TMC প্রার্থী সঙ্গীতা রায়ের, জনস্বার্থ মামলা খারিজ
TMC Candidate Sangita Roy Case Dismissed: প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সঙ্গীতা রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ।
কোচবিহার: আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সঙ্গীতা রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ। তৃণমূল প্রার্থীর দেওয়া অধিকাংশ তথ্য-প্রমাণই মিথ্যা এবং অবৈধ বলে অভিযোগ করে বামেরা। সঙ্গীতার প্রার্থী পদ বাতিলের আর্জি জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। 'মনোনয়ন শেষের পর যোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার সময় মামলা হয়নি কেন ?', এখানে কোনও অত্যাবশ্যকীয় পরিস্থিতি তৈরি হয়নি, মামলা খারিজ, মন্তব্য প্রধান বিচারপতির।
মূলত সিতাই বিধানসভাট তফশিলিদের জন্য সংরক্ষিত। তাই প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীকেই মনোনয়ন পত্রের সঙ্গে জাতিগত শংসাপত্র দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই মনোনয়ন পত্র নিয়েই বিতর্ক জড়িয়েছিলেন সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। কারণ মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় অসঙ্গতির অভিযোগ উঠে আসে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।
অভিযোগকারীর অভিযোগ, সঙ্গীতা রায় সিতাই কেন্দ্র থেকে তফশিলিদের হয়ে লড়ার জন্য নিজেকে দাবি করেছেন। যা পুরোপুরি ভুয়ো বলে অভিযোগ। তিনি তফশিলি জাতির অন্তর্ভুক্ত নন বলেই দাবি জানিয়েছেন অভিযোগকারী। এর পাশাপাশি সঙ্গীতার স্বামী কোচবিহারের কেন্দ্রের সাংসদ। এদিকে উপনির্বাচনে প্রার্থী হবার জন্য নিজের পদবী বদলে ফেলার অভিযোগ তোলেন অভিযোগকারী।
বলাইবাহুল্য এরপরেই সঙ্গীতা রায়ের বিরুদ্ধে ভুয়ো জাতিগত শংসাপত্র পেশের অভিযোগ তুলে সরব হয় রাজনৈতিক দলগুলি। তৃণমূল প্রার্থীর দেওয়া অধিকাংশ তথ্য-প্রমাণই মিথ্যা এবং অবৈধ বলে অভিযোগ করে বামেরা। সঙ্গীতার প্রার্থী পদ বাতিলের আর্জি জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, উপনির্বাচনের যতদিন এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে। রাজ্যের শাসককদলের অভিযোগের মুখে একদিকে যেমন রয়েছে গেরুয়া শিবির। মুদ্রার অন্যপিঠে চেকমেট করার চেষ্টায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে কমিশনে গিয়ে সুকান্ত-শুভেন্দুদের বিরুদ্ধে অভিযোগ এনেছে শাসকদল। অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব শুভেন্দু।
আরও পড়ুন, শুভেন্দুকে সেন্সরের দাবি TMC-র, 'কমিশনের নির্বাচনী আচরণবিধি ভাঙছেন..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।