Dilip Suvendu : 'সকালে ওঠার জন্য দম চাই একটু' শুভেন্দুর মর্নিং ওয়াক মন্তব্যের পরই মন্তব্য দিলীপের ! দ্বন্দ্বের আঁচ?
Dilip Ghosh : ' আমাকে দেখে প্রেরণা পাচ্ছে অনেকে। মর্নিং ওয়াক করছেন। সকালে ওঠার জন্য দম চাই একটু ' বললেন দিলীপ ঘোষ
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ডিসেম্বর ( December ) রহস্যের উন্মোচন হতে না হতেই এবার হাজির মর্নিংওয়াক পলিটিক্স! শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) সঙ্গে দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) দ্বন্দ্বের জল্পনা আরও তুঙ্গে।
মর্নিং ওয়াক তরজা
সোমবার, শুভেন্দু অধিকারী ডিসেম্বর-হুঙ্কারের মাঝেই বলেন, তিনি মর্নিং ওয়াকে বেরিয়ে উল্টোপাল্টা কথা বলেন না। গিমিক করেন না। পর্যবেক্ষকদের ধারণা তাঁর খোঁচাটা ছিল দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকেই। সেই থেকেই দুই মহারথীর সম্পর্ক ঘিরে নয়া গুঞ্জন রাজনৈতিক মহলে। পাল্টা দিতে ছাড়েননি দিলীপও। বললেন, ' আমাকে দেখে প্রেরণা পাচ্ছে অনেকে। মর্নিং ওয়াক করছেন। সকালে ওঠার জন্য দম চাই একটু '
এই সব মন্তব্য, পাল্টা মন্তব্যের আবহে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্বের জল্পনা আরও তুঙ্গে। ডিসেম্বরের তিনটি তারিখ দিয়ে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, এগুলোতে বড় কিছু হতে পারে। তারমধ্য়ে একটি তারিখ অর্থাৎ ১২ ডিসেম্বর চলে গেছে। বাকি আছে আর দুটি। আর শুভেন্দুর এই ডিসেম্বর সাসপেন্স প্রসঙ্গেই সোমবার সকালে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন দিলীপ ঘোষ। পাল্টা মর্নিং ওয়াকের প্রসঙ্গ তুলে সোমবার সন্ধায় খোঁচা দেন শুভেন্দু। এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ' যিনি ডিসেম্বর নিয়ে বলছেন, নিশ্চয় তার কাছে গোপন ভিতরের খবর আছে। আমার কাছে নেই '
তাহলে কি শুভেন্দু নাম না করে দিলীপ ঘোষকে খোঁচা দিলেন ?
শুভেন্দু অধিকারীর মুখে মর্নিং ওয়াকে বেরিয়ে প্রতিক্রিয়া দেওয়ার প্রসঙ্গ উঠে আসতেই, জল্পনা জোরাল হয়, তাহলে কি শুভেন্দু নাম না করে দিলীপ ঘোষকে খোঁচা দিলেন ? কারণ, বঙ্গ রাজনীতিতে একমাত্র দিলীপ ঘোষই নিয়মিত প্রাতঃভ্রমণে বেরিয়ে নানা বিষয়ে প্রতিক্রিয়া দেন। কিন্তু, শুভেন্দু যেমন কারও নাম না করেই খোঁচা দেন, তেমনই মঙ্গলবার পাল্টা নাম না করেই জবাব দেন দিলীপ ঘোষও। বলেন, ' কে কার সম্বন্ধে কী বলছে, আমার জানা নেই। আমার তা নিয়ে বলারও নেই। কে ব্যক্তিগতভাবে কে কী বলছে, তাতে কী আছে। কারও মত নিয়ে কিছু বলার নেই।'
পঞ্চায়েত ভোট সামনে। তার আগে কি বঙ্গ বিজেপির অন্দরের দ্বন্দ্ব জোরাল হচ্ছে ?
আরও পড়ুন :
CCTV ক্যামেরা ছিল না কেন? গলার ফাঁস কোথায় পেলেন লালন? প্রশ্নের মুখে সিবিআই এর ভূমিকা