Suvendu Adhikari: 'বিহারে গেরুয়া ঝড়, এবার পালা বাংলার, SIR-র পরে বাংলাকে পরিষ্কার করবে বিজেপি', হুঙ্কার শুভেন্দুর
এ নিয়ে তৃণমূলকে নিশানা করে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার কথায়, 'বিহারে গেরুয়া ঝড়, এবার পালা বাংলার।'

কলকাতা: SIR-এর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে। বিহারে NDA সাইক্লোনে খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট। SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র। মোদি-নীতীশ ঝড়, ২৪৩টির মধ্যে ২০১টিতেই এগিয়ে NDA। বিহারে বহু পিছনে রাহুল-তেজস্বীদের 'মহাজোট'। ২৪৩টির মধ্যে মহাজোট ৩৬টি আসনে এগিয়ে।
এদিকে, বিহারে দশমবারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতীশ কুমার। একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার দৌড়ে জোর লড়াই ২ শরিক JDU, BJP-র। আগের বারের তুলনায় RJD-র শক্তি কমল অর্ধেকেরও বেশি। রাঘোপুরে ফের পিছিয়ে তেজস্বী যাদব। দশম রাউন্ডের শেষে ৩ হাজার ২৩০ ভোটে পিছিয়ে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
এ নিয়ে তৃণমূলকে নিশানা করে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার কথায়, 'বিহারে গেরুয়া ঝড়, এবার পালা বাংলার। SIR দিয়ে শুদ্ধ ভোটার তালিকায় ভোটে জিতবে বিজেপি। একদম চিন্তা করবেন না, বিহারে SIR-র পরে ভোট হয়েছে। অপশাসনের তৃণমূলকে হারিয়ে বাংলাকে পরিষ্কার করবে বিজেপি', বিহারে NDA ঝড়ের পরেই হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
অন্যদিকে, বিহার ভোটে NDA ঝড় নিয়ে পোস্ট শুভেন্দু অধিকারীর। 'গণতন্ত্র আর উন্নয়নের পথে রোমাঞ্চকর মুহূর্ত। সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে এগিয়ে যাবে বিহার'।
Honoured to join thousands of dedicated Cooperative Warriors in Nandigram today for the grand commemoration of the 72nd All India Cooperative Week.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 14, 2025
Over 5,000 enthusiastic Co-operative Associates, Members of Self Help Groups (SHG) and Farmers' Cooperatives from East Midnapore… pic.twitter.com/z5PnDYKgHH
এর পাশাপাশি বিহারের ভোটের ফলাফলের পর বাংলার শাসক দলের দিকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেন, 'পথ দেখিয়েছে বিহার, এবার বাংলার পালা। অন্ধকারে থাকতে কে চায়? শান্তি-উন্নয়নের জয়। বাংলাদেশি-রোহিঙ্গা-অরাজকতায় ভর করে ক্ষমতায়। এবার পালা দিদির'।
অন্যদিকে, বিহারের সমীকরণের সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই, এমনই দাবি তৃণমূলের। 'বাংলায় তৃণমূল মানুষের বন্ধু, আর বিজেপি বঞ্চনা করে শত্রু। ২৫০টি আসনে জিতে আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়', বিজেপি নেতাদের 'এবার বাংলা' হুঙ্কারের পাল্টা কুণাল ঘোষ। 'বিজেপি বিরোধিতায় ব্যর্থ কংগ্রেস, আরও একবার প্রমাণিত', বিহারে ভরাডুবি নিয়ে কংগ্রেসকেও তীব্র আক্রমণে তৃণমূল।






















