Suvendu Adhikari : জয়েন্টের ফল, কলেজে ভর্তি সঙ্কট নিয়ে ফের রাজ্যকে নিশানা শুভেন্দুর, '..অন্য রাজ্যে ভর্তি প্রক্রিয়া শেষ' !
Suvendu Attacks WB Education Department: জয়েন্টের ফল, কলেজে ভর্তি সঙ্কট নিয়ে ফের রাজ্যকে নিশানা, কী বললেন শুভেন্দু অধিকারীর ?

কলকাতা: জয়েন্টের ফল, কলেজে ভর্তি সঙ্কট নিয়ে ফের রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) । 'রাজ্য সরকারের অবহেলা ও রাজনীতির কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ৩ মাস পার, এখনও কলেজে ভর্তি শুরু হয়নি। এখনও জয়েন্টের ফলপ্রকাশ হয়নি, অথচ অন্য রাজ্যে ভর্তি প্রক্রিয়া শেষ। ভোটব্যাঙ্কের জন্য তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী', সোশাল মিডিয়ায় আক্রমণ বিরোধী দলনেতার।
আরও পড়ুন,একদিনে আদালতে জোড়া ধাক্কা সরকারের, জামিন পেয়েই মুখ খুললেন হিন্দোল
গতকালই বিধায়কদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ ও কলেজে ভর্তিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। এদিন তিনি বলেন, চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকেই। ইডি-সিবিআই , তাঁদের টাইটে। এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, সরকারি কলেজ-ইউনিভার্সিটি বন্ধ হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল, সত্যম রায়চৌধুরী, হর্ষ নেওটিয়াদের প্রাইভেট এডুকেশন ফুলেফুলে বাড়বে। গত তিন মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে, টেকনো ইন্ডিয়া সহ, ভবানিপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে।একদিকে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা, অন্যদিকে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে, অ্যাডমিশন চালু রেখে, তাঁদের ১ হাজার কোটি টাকা মিনিমাম, ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্থ তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রায় সাড়ে ৩ মাস পরও শুরু হয়নি ভর্তি। রাজ্যের প্রায় সাড়ে চারশো কলেজে থমকে রয়েছে ভর্তি প্রক্রিয়া। অন্য়ান্য় বছর এই সময় কলেজ গমগম করে...কিন্তু এবার সেই দৃশ্য় উধাও! শুরু করা যায়নি পঠনপাঠনও! উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের ৪০ দিন পর, ভর্তির অনলাইন পোর্টালের উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী কিন্তু ভর্তি আজও শুরু হয়নি। আর এই নিয়ে পড়ুয়াদের পাশাপাশি, উদ্বেগ ক্রমশ বাড়ছে কলেজ কর্তৃপক্ষেরও।
The Education System in West Bengal is on the brink of collapse due to the TMC Government's deliberate negligence and political maneuvering. Over three months have passed since the Higher Secondary Results (Class XII) were announced, yet admissions to Government Colleges remain… pic.twitter.com/dFaUq9mVOj
— Suvendu Adhikari (@SuvenduWB) August 19, 2025






















