SFI Symbolic Classes : রঘুনাথগঞ্জে প্রতীকী ক্লাস, স্কুল খোলার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ SFI এর
Symbolic Classes in Raghunathganj : স্কুল খোলার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়ে প্রতীকী ক্লাস চালু করে অবরোধ করল এসএফআই, ডিওয়াইএফআই।
রাজীব চৌধুরী, রঘুনাথগঞ্জ: স্কুল খোলার (School Reopening) দাবিতে দিকে দিকে আন্দোলন চলছেই। শহর থেকে জেলা বিক্ষোভ জানাচ্ছে এসএফআই। সেই সঙ্গে তারা শুরু করল প্রতীকী ক্লাসও । দিন তিনেক আগে বর্ধমান রাজবাড়ি গেটের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পডুয়া, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপকদের নিয়ে দিনভর প্রতীকী ক্লাস চালায় এসএফআই। আর এবার মুর্শিদাবাদে স্কুল খোলার দাবিতে প্রতীকী ক্লাস করাল এসএফআই।
স্কুল খোলার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়ে প্রতীকী ক্লাস চালু করে অবরোধ করল এসএফআই, ডিওয়াইএফআই। এদিন তারা ওমরপুর মোড়ের কাছে একটি লেনের উপর ছাত্র ছাত্রীদের রাস্তায় বসিয়ে প্রায় এক ঘণ্টা ধরে প্রতিবাদের ক্লাস করায়। তাদের এই প্রতিবাদ সভায় শিক্ষকরাও হাজির থেকে ক্লাস নিলেন। রীতিমতো বোর্ড টাঙিয়ে ক্লাস চলল এক ঘণ্টা।
স্কুল-কলেজ খোলার দাবিতে সম্প্রতিই বীরভূমের সিউড়িতে এসএফআইয়ের পথ অবরোধ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। এদিন স্কুল-কলেজ খোলার দাবিতে প্রথমে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে রাস্তায় বসে বিকল্প ক্লাসরুম কর্মসূচি পালন করে এসএফআই। পরে পথ অবরোধ করেন এসএফআই সদস্যরা।
আরও পড়ুন :
ঊর্ধ্বগামী জ্বালানী-মূল্য, লাগামছাড়া চাল-ডালের দাম, কী আশায় কলকাতার মানুষ
সোমবারও স্কুল খোলার দাবিতে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে এসএফআই মিছিল করে। মতিলাল কলোনিতে মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এসএফআই সদস্যদের। প্রায় ৫০ জন এসএফআই সদস্যকে আটক করে দমদম থানার পুলিশ। অন্যদিকে, স্কুল খোলার দাবিতে এদিন বারাসাতে জেলাশাসকের দফতরের সামনেও বিক্ষোভ দেখায় এসএফআই। জেলাশাসকের অফিসে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন জখম হয়। প্রতিবাদে বারাসাত-চাঁপাডালি মোড় অবরোধ করেন এসএফআই সদস্যরা। ৭ জনকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ফের থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আটক এসএফআই সদস্যদের মুক্তি দেওয়ার পর থানার সামনে বিক্ষোভ ওঠে