Tathagata On Suvendu: কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত, 'রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে..'
Tathagata Supports Suvendu :একদিকে প্রধানমন্ত্রীর স্লোগান খারিজ পাশাপাশি সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার বার্তা, বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত..
কলকাতা: কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত। 'সবকা সাথ সবকা বিকাশ, আর বলব না।' গতকাল দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। দলের মধ্যেই প্রধানমন্ত্রীর স্লোগানের বিরোধিতা। যদিও সুকান্তর কড়া বার্তার উল্টো সুরে তথাগত। তথাগত বলেন, 'রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে জোরে বলতে পারে না।দীর্ঘজীবী হোন শুভেন্দু।'
শুভেন্দু ও সুকান্তর মতপার্থক্য়
একদিকে প্রধানমন্ত্রীর স্লোগান খারিজ পাশাপাশি সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার বার্তা । বঙ্গ বিজেপির কর্মসমিতির বৈঠকে, এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মূলত শুভেন্দুকে বলতে শোনা যায়, 'সবকা সাথ, সবকা বিকাশ' বন্ধ কর। সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই।' এদিকে এই বক্তব্যের পরই ফের সামনে চলে এল শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের মতপার্থক্য়।
'আমার দল সমর্থন করে না'
শুভেন্দুর বক্তব্যের পরেই, সুকান্ত বলেন,' এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দুদা ওখানে ডেলিগেট। তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়। কোন প্রস্তাব গৃহিত হবে না হবে, সেটা রাজ্য সভাপতি ও তাঁর টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবেই ডেলিগেটস হিসেবে উনি বলেছেন। তার ফলে গোটা ভারতবর্ষে যেটা দলের কাঠামো, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে। আমি আমার অবস্থান পরিষ্কার করে দিয়েছি। আমার দল সমর্থন করে না, তো আমি কোথা থেকে সমর্থন করতে পারব?'
জলঘোলার পর ব্য়াখ্য়া
এদিকে তাঁর বক্তব্য় নিয়ে জলঘোলা হচ্ছে বুঝে সোশাল মিডিয়াতেও নিজের ব্য়াখ্য়া দেন শুভেন্দু অধিকারী লেখেন,'আমার বক্তব্যের প্রেক্ষাপট বদলে দেওয়া হয়েছে। আমি স্পষ্টই এটা বলেছি যে, যাঁরা জাতীয়তাবাদী, দেশ ও বাংলার পক্ষে দাঁড়ান, তাঁদের সঙ্গে আমাদের থাকতে হবে। যাঁরা আমাদের সঙ্গে থাকেন না, দেশ এবং রাজ্যের স্বার্থবিরোধী কাজ করেন, তাঁদের চিহ্নিত করতে হবে।...আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসাবে ভাগ না করে ভারতীয় হিসাবে দেখব। আমি আক্ষরিক ভাবে এবং মনের থেকে প্রধানমন্ত্রীর ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াস’ আহ্বানকে সমর্থন করি।'
আরও পড়ুন, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে এইমস-র ৩ ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল CBI
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।