Weather Update: শুরুতেই শেষ শীত? আজ থেকে বাড়বে তাপমাত্রা, রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব ও!
Winter Update: দক্ষিণবঙ্গে তাপমাত্রা আজ থেকে উর্ধ্বমুখী হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে

কলকাতা: শীতের প্রকোপ পড়েছিল কয়েকটা দিন, কিন্তু আজ থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেরই আবহাওয়ার পরিবর্তন হবে। আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার, তার জেরেই শীতের প্রকোপ কিছুটা কমবে। পাশাপাশি, সেনিয়ারের প্রভাব কিছুটা কমতেি তৈরি হবে নতুন ঘূর্ণিঝড়। তার নাম দেতোয়া। শ্রীলঙ্কা উপকূল থেকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে পন্ডিচেরি উপকূল। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা আজ থেকে উর্ধ্বমুখী হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের কাছাকাছি হবে তাপমাত্রা। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশ। হালকা শীতের আমেজ থাকলেও শীতের কামড় থাকবে না। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পারদ। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে সপ্তাহান্তে।
নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে, 'দেতোয়া' (DITWAH)। নাম দিয়েছে ইয়েমেন। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে। এই সিস্টেমটি পন্ডিচেরি উপকূল থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি আরও শক্তিশালী হবে। রবিবার সকালে এটি উত্তর তামিলনাডু উপকূল পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছবে। পন্ডিচেরি উপকূলের কাছাকাছি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা।
আজ সামান্য তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের নিচে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। আগামী দুই তিন দিন তাপমাত্রা সামান্য বাড়বে। পরবর্তী দু-তিন দিনে অন্তত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে পারদ। আগামী দু-তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। তাপমাত্রার ওঠা নামাতে দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শনি, রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে।





















