Sandeshkhali Chaos: সন্দেশখালির হালদারপাড়ায় উত্তেজনা, তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীরা
Sandeshkhali Incident: তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ শাসক নেতা বিনয় সর্দারের পরিবারকে ধাওয়া এবং মারধরের চেষ্টাও করে বলে অভিযোগ
![Sandeshkhali Chaos: সন্দেশখালির হালদারপাড়ায় উত্তেজনা, তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীরা Tension in Sandeshkhali's Haldarpara, angry villagers see Trinamool leader's family Sandeshkhali Chaos: সন্দেশখালির হালদারপাড়ায় উত্তেজনা, তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/d326068232db6ebc467a14a57c3fd6451708761576089223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি : নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর। অজিত মাইতির পর এবার গ্রামবাসীদের রোষের মুখে পড়লেন আরেক তৃণমূল নেতা (TMC Leader) বিনয় সর্দার। হালদারপাড়ায় তৃণমূল নেতার পরিবারকে ধাওয়া করলেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। এমনকী, মারধরেরও চেষ্টা করা হয়। পুলিশ এসে গ্রামবাসীদের কয়েকজনকে আটক করেছে। শেখ সিরাজউদ্দিনের মদতে বিনয় সর্দারের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ তুলেছে গ্রামবাসীরা।
তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ শাসক নেতা বিনয় সর্দারের পরিবারকে ধাওয়া এবং মারধরের চেষ্টাও করে বলে অভিযোগ। পুলিশ এসে গ্রামবাসীদের কয়েকজনকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিকে, আজ ফের সন্দেশখালিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। কাল থেকে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালি।গতকাল শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। তৃণমূলের অঞ্চল সম্পাদক অজিত মাইতিকে জুতোপেটার পাশরাশি, তাঁর বাড়িতে ভাঙচুরও চালায় তারা।গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন একের পর এক শেখ শাহজাহানের শাগরেদ। এই প্রেক্ষাপটে সন্দেশখালিতে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকলমন্ত্রী সুজিত বসু।
অন্যদিকে, বিজেপির শীর্ষনেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। যাচ্ছেন সুকান্ত মজুমদারও। বিজেপি সূত্রে খবর, আজই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সন্দেশখালি নিয়ে বিশেষ বৈঠক করতে পারেন ২জনে। তার আগে জেএনইউর একটি হস্টেলে আলোচনা সভায় অংশ নেবেন তাঁরা। সন্দেশখালি নিয়ে বক্তব্য রাখবেন শুভেনদু অধিকারী ও সুকান্ত মজুমদার। সেই আলোচনা সভায় দেখানো হতে সন্দেশখালি নিয়ে বিজেপির তৈরি তথ্যচিত্রও।
আরও পড়ুন, টেরই পেল না পুলিশ ! মুখ ঢাকা সাদা ওড়নায়, ঘুরপথে সন্দেশখালি গেলেন মীনাক্ষী
পাশাপাশি, এদিন সন্দেশখালি পৌঁছলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা, পুলিশে চোখ এড়িয়ে ঘুরপথে সন্দেশখালি ঢুকলেন DYFI-এর রাজ্য সম্পাদকের। সঙ্গে রয়েছে সিপিএম নেতারাও। গ্রামে গ্রামে গিয়ে কথা বলবেন তাঁরা। এর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হয়। সূত্রের খবর, তাই আজকের কর্মসূচি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)