West Bengal News Live: জামিন পেলেন নৌশাদ সহ ৯৫ জন ISF কর্মী সমর্থক
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
হিটলারি বিলে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা। সুপার-এমার্জেন্সি, আদালতের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। ব্ল্যাক ডে, ব্ল্যাক বিল। সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় পোস্ট মুখ্যমন্ত্রী।
তদন্তে প্রমাণিত না হলে এজেন্সির বিরুদ্ধেও পদক্ষেপের সংস্থান রাখুন। সংবিধান সংশোধনী বিলের নামে প্রতিহিংসার অভিযোগে কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের।
এসআইআর থেকে নজর ঘোরাতেই সংবিধান সংশোধনী বিল। মার্শাল দিয়ে বিল পেশের অভিযোগে সরব অভিষেক। নিশানায় শুধুই বিরোধীরা বলে তীব্র আক্রমণ।
৬। সংবিধান সংশোধনী বিল পেশের দিনই বিপাকে কারামন্ত্রী।প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ১২ সেপ্টেম্বর, ED আদালতে আত্মসমর্পণের নির্দেশ। ১৫ দিনের মধ্যে জারি করতে হবে সমন।
কারামন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ
SIR-এর প্রতিবাদে আজও সংসদের বাইরে ধর্না বিরোধীদের। ফের কমিশনকে আক্রমণ রাহুল গান্ধীর।
ওয়াকফ আইন বাতিলের দাবি, SIR-এর নামে হয়রানির অভিযোগে ISF-এর বিক্ষোভে ধর্মতলায় তুলকালাম। নৌশাদ সিদ্দিকি সহ গ্রেফতার ৮৪। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা।
ওয়াই চ্যানেলের বদলে হঠাৎ ধর্মতলায় ISF মিছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। নৌশাদের বুকে ঘুষি মারার অভিযোগ। প্রতিবাদে হাওড়া, দত্তপুকুরে বিক্ষোভ।
চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে খারিজ রিভিউ পিটিশন। দায়ী রাজ্য, সরব চাকরিহারারা। সিরিয়াস ছিল না সরকার, দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সরকার মানবিক, পাল্টা তৃণমূল।
একদিনেই বিভিন্ন সময়ে ৮টি মামলায় ১০টি নোটিস! হেয়ার স্ট্রিট থানায় অভয়াকাণ্ডের আন্দোলনকারী সরকারি চিকিৎসকের হাজিরা। এক ডাক্তারি পড়ুয়াকেও তলব।
অভয়ার পরিবারকে এবার আইনি নোটিস কুণাল ঘোষের। মানহানি মামলার হুঁশিয়ারি। ভয় দেখিয়ে লাভ নেই, একমাত্র লক্ষ্য মেয়ের বিচার, পাল্টা অভয়ার পরিবার।
কালীগঞ্জে বোমাবাজির বলি বালিকা। পুলিশি তদন্তে অনাস্থা, সিবিআই চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তামান্নার মা।
খেজুরিতে বিজেপি কর্মীর ২ ময়নাতদন্তে ২ ধরনের রিপোর্ট! একের পর এক কারণের যুক্তি রাজ্যের। তদন্তে আস্থা থাকাটাও গুরুত্বপূর্ণ, বলল হাইকোর্ট।
মেদিনীপুরে থানায় DSO ও SFI নেত্রীদের উপর অত্যাচার। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সিঙ্গল বেঞ্চের পদক্ষেপের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা। জন শুনানিতে চড়াও ব্যক্তি। পরে পাকড়াও। খুনের চেষ্টার ধারায় মামলা। খোদ মুখ্যমন্ত্রীই আক্রান্ত!কোথায় নিরাপত্তা? প্রশ্ন কংগ্রেসের।
স্ত্রীকে খুনের পরে দেহ বাড়িতে রেখে দিদিকে প্রণাম করে থানায় আত্মসমর্পণ! কোন্নগরে প্রাক্তন পুরকর্মী গ্রেফতার। পারিবারিক অশান্তিতেই খুন, অনুমান পুলিশের।
প্রিন্সেপ ঘাট স্টেশনে দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার ৪। সিসি ফুটেজ খতিয়ে দেখে পাকড়াও। চুরির জিনিসের ভাগ-বাটোয়ারা নিয়ে বচসার জেরে খুন, অনুমান পুলিশের।
কার্শিয়ঙের হোম স্টে-তে হাওড়ার যুবকের রহস্যমৃত্যু। খুনের অভিযোগের ভিত্তিতে শুরু তদন্ত। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা। দেহ ফিরল বাড়িতে।
মালদার মোথাবাড়িতে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র। এখনও বুকে আটকে গুলি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএমে। পলাতক অভিযুক্ত।
এবার রাজ্যপালের নাম করে সাইবার জালিয়াতি। পুলিশকে জানাল রাজভবন। জনগণকে সতর্ক থাকার পরামর্শ সিভি আনন্দ বোসের।
যতীন দাস ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে ট্র্যাকে জল। অফিস টাইমে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত দীর্ঘ সময় মেট্রো বিভ্রাট। অফিসটাইমে তুমুল ভোগান্তি। পরে পরিষেবা স্বাভাবিক।
মেট্রোর নতুন ৩ রুটের উদ্বোধনে শুক্রবার কলকাতায় প্রধানমন্ত্রী। যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সফর করবেন নরেন্দ্র মোদি।দমদমে হবে সভা।
চাঁদিপুর থেকে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ। পরমাণু অস্ত্র বহনে সক্ষম। আঘাত হানতে পারে ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষবস্তুতে।
WB News Live: ধর্মতলায় ধুন্ধুমার, জামিন পেলেন নৌশাদ সহ ৯৫ জন ISF কর্মী সমর্থক
ধর্মতলায় ধুন্ধুমার, জামিন পেলেন নৌশাদ সহ ৯৫ জন ISF কর্মী সমর্থক। গতকাল ওয়াকফ আইন বাতিলের দাবিতে ISF-এর বিক্ষোভে ধর্মতলায় তুলকালাম। ধর্মতলায় ধুন্ধুমারে গ্রেফতার করা হয় ৯৫ জনকে। মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর।
West Bengal News Live: ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার নৌশাদ সহ ৯৫, আদালতে পেশ ISF বিধায়ককে
ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার নৌশাদ সহ ৯৫, আদালতে পেশ ISF বিধায়ককে। নৌশাদকে কোর্টে পেশের আগেই আদালত চত্বরে উত্তেজনা। ব্যাঙ্কশাল কোর্টের বাইরে বিক্ষোভ-স্লোগান ISF কর্মী সমর্থকদের। নৌশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে হাড়োয়া-রাজারহাট রোডে পথ অবরোধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাঙ্কশাল কোর্টে চূড়ান্ত সতর্কতা। মোতায়েন প্রচুর পুলিশ, ISF সমর্থকদের বাধা দিতে এল গার্ড রেল। গতকাল ওয়াকফ আইন বাতিলের দাবিতে ISF-এর বিক্ষোভে ধর্মতলায় তুলকালাম। ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ গ্রেফতার ৯৫। পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিন অযোগ্য ধারা ধৃতদের বিরুদ্ধে।






















