Abhishek Banerjee : মাটির উঠোনে বসে চা, আড্ডা, হেমতাবাদে জনসংযোগে ভিন্ন মেজাজে অভিষেক
TMC : উঠে যাওয়ার আগে বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রমাণ করে তাঁকে শরীরের খেয়াল রাখার বার্তাও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ চক্রবর্তী, হেমতাবাদ : মধ্যাহ্নভোজের পর এবার চা চক্র। গাড়ির ছাদে উঠে মিছিলে যোগের আগে মাটির বাড়ির উঠোনে বসে চা, আড্ডায় যোগ দিয়ে জনসংযোগ সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হেমতাবাদে রাজবংশী পরিবারের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে চা খেতে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
কিছুদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তারপর রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliagung)। যা নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত নিশানা করছে বিরোধীরা। এর মাঝেই এদিন করণদিঘির সভার পর হেমতাবাদে এক রাজবংশী বাড়ির দাওয়ায় বসে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্ধে বেলা তাঁদের সঙ্গে চা খাওয়াতেও যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই ময়নাগুড়িতে স্থানীয় এক পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রার অঙ্গ হিসেবে এবার হেমতাবাদের তেঁতুলতলায় কালু বর্মনের বাড়িতে হাজির হন অভিষেক। রাজবংশী পরিবারের সদস্যদের সঙ্গে মাটির দাওয়ায় চেয়ার পেতে বসে চা খান। পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথাও বলেন। এক বৃদ্ধার হাত ধরে তাঁর বক্তব্যও শোনেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। মাটির পাত্রে চা ও মাটির থালায় বিভিন্ন স্ন্যাকস সহযোগে আড্ডাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উঠে যাওয়ার আগে বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রমাণ করে তাঁকে শরীরের খেয়াল রাখার বার্তাও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
যে জনসংযোগের পরই ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের র্যালি করেন। গাড়ির ছাদে উঠে প্রচারে অভিষেক। যেখানে তিনি বলেন, 'ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে। যতই হেনস্থা করুক, মাথা নত করব না, হুঁশিয়ারি অভিষেকের। পঞ্চায়েত কে প্রার্থী হবে, তা ঠিক করবে জনগণ, বলেও সাফ জানিয়ে দেন অভিষেক।
আরও পড়ুন- 'মেয়েকে গ্রেফতার করা অন্যায়' সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত
এদিকে, কোচবিহার, জলপাইগুড়ির পর এবার রায়গঞ্জে নবজোয়ারে বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের মধ্যেই কাড়াকাড়ি ।
আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস






















