(Source: Poll of Polls)
Arjun Singh: বাজির আড়ালে বোম? সাংসদের মন্তব্যে অস্বস্তি বাড়ল তৃণমূলের?
Duttapukur Incident: অর্জুনের এই মন্তব্য় ঘিরে তৃণমূল, বিজেপির মধ্য়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুর বিস্ফোরণ (Duttapukur Incident) কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য। তা নিয়ে তুমুল আলোচনা চলছে, এবার তা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তৃণমূল নেতা এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অর্জুনের এই মন্তব্য় ঘিরে তৃণমূল, বিজেপির মধ্য়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
দত্তপুকুরে ভয়ঙ্কর বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। শুধু বাজি তৈরি হলে বিস্ফোরণের এই তীব্রতা হতে পারে? সাধারণ বিস্ফোরণে এভাবে ছিটকে যেতে পারে দেহাংশ? বাজি তৈরির সঙ্গে থরে থরে সাজানো রায়াসনিকের কী সম্পর্ক? এমন নানা প্রশ্ন উঠে এসেছে। যার উত্তর এখনও পাওয়া যায়নি। দত্তপুকুরের ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতিতে যখন তোলপাড় চলছে, প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা। তখন, দত্তপুকুরে বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিং। তাঁর মন্তব্যে অস্বস্তি বাড়ল তৃণমূলের।
কী বলেছেন অর্জুন:
সাংসদ অর্জুন সিং বলেন, 'আমাদের যত এই ঘটনাগুলো আমরা দেখেছি, তাতে তো এইটাই প্রমাণ হয় কী এরা আতসবাজির নাম করে, তারা বোমাই তৈরি করে।' দত্তপুকুরে বিস্ফোরণের পর, পুলিশের একাংশের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। কেউ কেউ বেআইনি কাজ করলেও পুলিশ চোখ বুজে দেখছে বলে মন্তব্য করেছিলেন মমতা। এদিন, মুখ্যমন্ত্রীর সেই কথা তুলে ধরে পুলিশের একাংশকে নিশানা করেন অর্জুন সিং। তিনি আরও বলেন, 'ধরুন ১০ শতাংশ আতসবাজি তৈরি করে, ৯০ শতাংশ বোমা তৈরি করল। ওতে বেশি লাভ আছে। মাননীয়া মুখ্যমন্ত্রী সঠিক রুটটা ধরেছেন এবার। এটা কিন্তু নীচের লেভেল থেকেই হয়। ছোট স্বার্থের জন্য এরা কিচ্ছু চেনে না। নীচের লেভেল মানে পুলিশের নীচের লেভেলটা বলছি। এরা নিজের স্বার্থের জন্য সব জায়গায় এখন, আগে ডাক মাস্টার থাকত, পিসি পার্টি বলে একজন আছে, তারা এইসব করে বেড়ায়। নীচের লেভেলে এগুলো বীভৎসভাবে ড্য়ামেজ করছে পার্টির ভাবমূর্তিটাকে।'
যদিও এমন বক্তব্যকে অর্জুনের নিজস্ব মতামত বলে দাবি তৃণমূল বিধায়ক তাপস রায়ের। তিনি বলেন, 'এই বিষয় দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।' ব্য়ক্তিগত মন্তব্য় বলে বিষয়টি এড়ানোর চেষ্টা করলেও, দত্তপুকুর বিস্ফোরণ নিয়ে অর্জুন সিংহের মন্তব্যে নিঃসন্দেহে অস্বস্তিতে শাসক দল।
আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার গুলিবিদ্ধ দেহ! খুন?