TMC Asansol: কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল নেতা, 'ফিরে আসার' অনুরোধ দলের
TMC Leader Joins Congress: এবার শাসকশিবিরে ভাঙন ধরালো কংগ্রেস। হাত ধরলেন তৃণমূল নেতা গোলাম সরোবর।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: তৃণমূলে (TMC) টিকিট না পেয়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন আসানসোল (Asansol) পুরসভার বিদায়ী মেয়র পারিষদ গোলাম সরোবর। তৃণমূল নেতার যোগদানে দল আরও সমৃদ্ধশালী হল বলে দাবি করেছে কংগ্রেস। গোলাম সরোবরকে দলে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।
পুরভোটের আগে এবার শাসকশিবিরে ভাঙন ধরালো কংগ্রেস। হাত ধরলেন তৃণমূল নেতা গোলাম সরোবর। শনিবার সকালে আসানসোলের হীরাপুরের কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন তিনি। ২০১৫ সাল থেকে আসানসোল পুরসভার শিক্ষা দফতরের মেয়র পারিষদ ছিলেন গোলাম সরোবর। অভিযোগ, তাঁকে বঞ্চিত করেছে তৃণমূল।
কংগ্রেসে যোগদানকারী নেতা গোলাম সরোবর বলেন, " কোন কারণ না দেখিয়েই আমাকে টিকিট থেকে বঞ্চিত করেছে তৃনমূল । এভাবে কোন দল চলতে পারে না।" পশ্চিম বর্ধমানের কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, "আজ তৃণমূল ছেড়ে একাধিক নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন । দল এতে আরো সমৃদ্ধশালী হয়েছে ।" যদিও দলত্যাগী নেতাকে দলে ফিরে আসার অনুরোধ জানিয়েছে, তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, " গোলামের মতো মানুষের তৃনমূলের খুব দরকার। আমি ওকে অনুরোধ করেছি যাতে সে আবার তৃনমূলে ফিরে আসে।" গত বিধানসভা ভোটের নিরিখে আসানসোল পুরসভায় ৬৬টি ওয়ার্ডে লিড পায় বিজেপি। তৃণমূল এগিয়ে রয়েছে ৪০টি ওয়ার্ডে। কংগ্রেস সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে তৃণমূলকে ভাঙিয়ে আসানসোল পুরসভা এলাকায় তাদের শক্তিবৃদ্ধি হল।
এদিকে, তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। তৃণমূলনেত্রী লেখেন, মা-মাটি-মানুষের পরিবারের তরফে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী, সমর্থক, সদস্যদের শুভেচ্ছা জানাই। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছি। নতুন বছরে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, একে অপরের প্রতি সহৃদয় ব্যবহার, অন্যকে সম্মান করি।