Rachana On Suvendu: খড়্গ মুখ্যমন্ত্রী মমতার হাতেই মানায়, শুভেন্দুকে কটাক্ষ করে আর কী বললেন রচনা?
West Bengal: শুভেন্দু অধিকারীর খড়্গ-হুঁশিয়ারির পাল্টা আক্রমণে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খড়্গ-হুঁশিয়ারির পাল্টা আক্রমণে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ।
সম্প্রতি রাজ্যের (West Bengal) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়্গ হাতে নিতে হবে । কালীপুজোর অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু বলেছিলেন, 'পশ্চিমবঙ্গে যেভাবে ধর্ষণ বেড়ে গিয়েছে, মাকে বলেছি তোমার খড়্গ এবার হাতে নিতে হবে । কোনও বোন, কোনও কন্যা সুরক্ষিত নয় । এই ধর্ষকদের শায়েস্তা করার জন্য মা কালীর খড়্গটা লাগবে । সেই প্রার্থনাই করছি । অভয়া থেকে শুরু করে দুর্গাপুর মেডিক্যাল কলেজ, আমাদের কোনও মেয়ে কোনও বোন এই বাংলায় সুরক্ষিত নয় । মা দুর্গার ত্রিশূল ও মা কালীর খড়্গটা লাগবে এই ধর্ষকদের শেষ করার জন্য । এই প্রার্থনাই মায়ের কাছে করছি ।'
শুভেন্দুর সেই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় । কালীপুজোর মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাব দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, মা কালীর খড়্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই মানায় । কালীপুজো পরিদর্শনে গিয়েও শুভেন্দুকে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে । তা নিয়ে রচনা জানিয়েছেন, কুমন্তব্য করলে মহিলারা তাড়া করবেনই । মঙ্গলবার পাণ্ডুয়ার একটি পুজোয় গিয়ে রচনা বলেন, 'মায়ের খড়্গ একজনের হাতে রয়েছে । তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । খড়্গ তাঁর হাতেই মানায় । আর কারও হাতে তো খড়্গ মানায় না ।'
কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিভিন্ন এলাকায় বাধা পেয়েছেন শুভেন্দু অধিকারী । স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলনেতাকে ঘিরে । মহিলারাও বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দুকে ঘিরে । সেই প্রসঙ্গে রচনা বলেছেন, 'কোনও কুমন্তব্য করা হলে তখন তো মহিলারা তাড়া করবেনই । মা কালীর হাতেও খাঁড়া রয়েছে । এবার মা কালীও দৌড়বে ওঁর পেছনে ।'
SHAME ON THE ANTI-HINDU MAMATA BANERJEE REGIME
— Suvendu Adhikari (@SuvenduWB) October 22, 2025
Diwali 🪔the sacred festival of Light conquering Darkness, has been turned into a NIGHTMARE for Hindus in West Bengal.
Last night, innocent families in Kolkata's upscale South City Complex were joyfully celebrating with their loved… pic.twitter.com/elo6l0ppHj






















