Sougata Roy Attacks Soumitra Khan : 'পুরো পাগল, বউ পালিয়ে গেছে', লোকসভায় সৌমিত্রর স্লোগান নিয়ে কটাক্ষ সৌগতর
TMC- BJP Politics : কিছু না পেরে নিম্নরুচির ব্যক্তিগত আক্রমণ, সৌগতকে পাল্টা আক্রমণে বিজেপি। প্রসঙ্গত, এই মুহূর্তে সৌমিত্র খাঁর সঙ্গে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

নয়াদিল্লি : লোকসভায় সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) স্লোগান, স্ত্রীর প্রসঙ্গ টেনে কটাক্ষ সৌগত রায়ের (Sougata Roy)। তৃণণূল সাংসদ বক্তব্য রাখার সময় সৌমিত্র খাঁয়ের স্লোগান দেন। যা নিয়ে 'বউ পালিয়ে গেছে বলে' কটাক্ষ সৌগত রায়ের। বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে সৌগতর বক্তব্য রাখার সময় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্লোগান। যার পাল্টা, 'পুরো পাগল, বউ পালিয়ে গেছে' বলে বিজেপি সাংসদকে কটাক্ষ তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের।
কিছু না পেরে নিম্নরুচির ব্যক্তিগত আক্রমণ, সৌগতকে পাল্টা আক্রমণে বিজেপি (BJP)। প্রসঙ্গত, এই মুহূর্তে সৌমিত্র খাঁর সঙ্গে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ব্যক্তিগত জীবনের বনিবণার অভাব কার্যত প্রকাশ্যে তিক্ত চেহারা নিয়েছে। এবার তা টেনেই বিজেপি সাংসদকে খোঁচা তৃণমূল সাংসদের।
সুজাতার 'ত্রিকোণ' অভিযোগ
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরেছে। বাঁকুড়া আদালতে বিবাহ বিচ্ছেদের মামলায় হাজিরা দিয়ে দিন কয়েক আগেই এমনই দাবি করেছিলেন সৌমিত্র খাঁর স্ত্রী, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের জবাব দিয়েছিলেন, জীবন বহমান নদীর মতো। থেমে থাকে না।
গত বিধানসভা ভোটের আগে যখন দল ভাঙার খেলা চলছে, তখন সেই ভাঙনের আঁচ এসে লেগেছিল সৌমিত্র-সুজাতার সংসারে! স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের পতাকা হাতে নিতেই, লাইভ সাংবাদিক বৈঠকে, চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র। তা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী-ও! রাজনীতিক দম্পতির সম্পর্কে এই ফাটলের কারণ হিসেবে রাজনৈতিক টানাপোড়েনই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু লোকসভা ভোটের আগে যখন আর এক বছর মতো বাকি, দুয়রে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, তখন সুজাতার নতুন অভিযোগ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছিল। সেই প্রসঙ্গ টেনেই এবার সৌমিত্র খাঁকে ব্যক্তিগত আক্রমণ করলেন সৌগত রায়।
একসময় হাতে হাত, বর্তমানে প্রকাশ্যে তিক্ততা
২০১৬ সালের ১ জুলাই ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষ্ণুপুরের সৌমিত্র ও বড়জোড়ার সুজাতা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায়, স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেছিলেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পেরোন সৌমিত্র। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সুজাতা। তারপর থেকেই দু'জনের সম্পর্কে ফাটল প্রকাশ্যে আসে। এখন তা আরও তিক্ত চেহারা নিয়েছে।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের 'শাহি' সফর, রবিবারই বঙ্গে নাড্ডাও






















