Top News: দুর্ঘটনার জের, আজও বাতিল একাধিক ট্রেন, দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি, আরও খবর
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি। জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪১ জন।
ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনায়: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি। জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪১ জন। ১০৬ জন জখম হয়েছেন। ৩০ জন নিরাপদে বাড়ি পৌঁছেছেন। মৃত ও আহতরা অধিকাংশই সুন্দরবনের বাসিন্দা। দর্জি বা পরিযায়ী শ্রমিক হিসেবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতেন। অন্যদিকে, জেলা প্রশাসনের তরফে আলিপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া, মহকুমা ও ব্লকস্তরেও কন্ট্রোলরুম খোলা হয়েছে। বালেশ্বরে পৌঁছেছেন অতিরিক্ত জেলাশাসক। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সুবিধার জন্য হাওড়া স্টেশন থেকে অ্যাম্বুল্যান্স, বাস বা ছোট গাড়ির ব্যবস্থা করছে জেলা প্রশাসন।
পৌঁছল মৃতদেহ: বাসন্তীর ছড়ানেখালি গ্রামে এসে পৌঁছল ৫ জনের মৃতদেহ। এঁদের মধ্যে তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েনের দেহ রয়েছে। রয়েছে বিকাশ হালদার ও সঞ্জয় হালদারের মৃতদেহও। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ে একই গ্রামের এই ৫ জনের মৃত্যু হয়। ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন এই পরিযায়ী শ্রমিকরা। ছড়ানেখালি গ্রামে স্বজনহারাদের হাহাকার।
আজও বাতিল একাধিক ট্রেন: বালেশ্বরে ৩টি ট্রেনের ভয়ঙ্কর দুর্ঘটনার জের। আজও বাতিল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন। আপ ও ডাউন দুটি লাইনেই ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-পুরী জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস, শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, দিঘা-পুরী এক্সপ্রেস, এছাড়া, বেশ কিছু ট্রেনকে টাটানগর দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে।
রাতের চেয়েও অন্ধকার: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৫। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরেও রাতেও উদ্ধার মৃতদেহ। হাহাকার স্বজন হারানোর।
বালেশ্বরের কান্না বাংলায়: করমণ্ডল বিপর্যয়ে মৃত্যুমিছিল, কান্নার রোল বাংলায়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের ৩১জন। আহত ৫৪৪। রিপোর্ট রাজ্য সরকারের।
সিগন্যাল একদিকে, পয়েন্ট অন্যদিকে: মেন লাইনে সিগন্যাল, পয়েন্ট লুপ লাইনে। তারপরেই দুর্ঘটনা। ২ রেলকর্তার কথোপকথন দাবি করে অডিও ক্লিপ ট্যুইট কুণালের। শুরু রাজনৈতিক তরজা।
'সিগন্যাল বিভ্রাটে দুর্ঘটনা': তিনটি ট্রেনের ২৫টি বগি লাইনচ্যুত। সিগন্যাল বিভ্রাটে দুর্ঘটনা, দাবি রেলের। দোষীদের রেয়াত করা হবে না, কড়া বার্তা মোদির। গভীর রাতে ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ তদারকি রেলমন্ত্রীর।
কার গাফিলতিতে দুর্ঘটনা? তিন দশকের সব থেকে ভয়াবহ রেল দুর্ঘটনা। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা প্রধানমন্ত্রী-রেলমন্ত্রীর। কার গাফিলতিতে বিপর্যয়? পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ।
মমতার দুর্ঘটনা-প্রশ্ন: করমণ্ডল যেন ডেথ এক্সপ্রেস! দুর্ঘটনাস্থলে মমতা। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রাক্তন রেলমন্ত্রীর।
ট্রেনের মাথায় ট্রেন! মালগাড়ির ওপর করমণ্ডলের ইঞ্জিন। ট্রেনের মাথায় ট্রেন! দুর্ঘটনা নিয়ে মোদি সরকারের কড়া সমালোচনায় অভিষেক।
পদত্যাগ-তরজা: উদ্বোধন করেন, দুর্ঘটনারও দায় নিন। অভিষেকের নিশানায় মোদি। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি। জ্ঞানেশ্বরীকাণ্ডের পর পদ ছেড়েছিলেন মমতা? পাল্টা শুভেনদু। সেই সময় তুমি কোন দলে ছিলে? খোঁচা কুণালের।