Kanchanjunga Express Accident LIVE: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া, কোথায় সুরক্ষা?
Kanchanjunga Express LIVE Updates: যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
LIVE

Background
Kanchenjunga Express Train Accident LIVE Updates: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া, কোথায় সুরক্ষা?
লাফিয়ে লাফিয়ে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া। কোথায় সুরক্ষা? কেন্দ্রের অবহেলাই দায়ী, অভিযোগ বিরোধীদের। রেলমন্ত্রীর ইস্তফার দাবি।
Kanchenjunga Express Train Accident LIVE Updates: এনজেপি ছাড়ার পরেই ভয়াবহ দুর্ঘটনা, পিছন থেকে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা
এনজেপি ছাড়ার পরেই ভয়াবহ দুর্ঘটনা। পিছন থেকে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা। ঘাতক মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠল বগি।
Kanchenjunga Express Train Accident LIVE Updates: একবছরের মাথায় বালেশ্বরকাণ্ডের দুঃস্বপ্ন ফিরল শিলিগুড়িতে
একবছরের মাথায় বালেশ্বরকাণ্ডের দুঃস্বপ্ন ফিরল শিলিগুড়িতে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। চালক, ২ রেলকর্মী-সহ ৯জনের মৃত্যু, আহত ৬০।
Kanchenjunga Express Train Accident LIVE Updates: ফিরল করমণ্ডলের স্মৃতি
এক বছর আগে ঠিক এই জুন মাসেই ঘটে গিয়েছিল এমনই এক ভয়াবহ রেল দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় ৩০০ জনের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা উস্কে দিল সেই স্মৃতিই।
Kanchenjunga Express Train Accident LIVE Updates: দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার শপথ নেওয়া রেলের পথেই, ফের মৃত্যু মিছিল
দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার শপথ নেওয়া রেলের পথেই, ফের মৃত্যু মিছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাঁরা কপালজোরে বেঁচে গেলেন তাঁদের অভিজ্ঞতা শুনলে শিউরে উঠতে হয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনেই। শরীরে আঘাত, সঙ্গী সীমাহীন আতঙ্ক। মিলল না জলটুকুও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
