এক্সপ্লোর
Advertisement
Train Cancel : বর্ধমান লাইনে রক্ষণাবেক্ষণের কাজ, রবিবার হাওড়া-শিয়ালদা-বর্ধমান থেকে একাধিক ট্রেন বাতিল
Train Canceled From Howrah Sealdah: পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল ,রবিবার রেল লাইনের কয়েকটি জায়গায় মেরামতির কাজ চলবে ।
সুনীত হালদার, হাওড়া : বর্ধমান স্টেশনের ডাউন মেন লাইনে রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে। পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল ,রবিবার রেল লাইনের কয়েকটি জায়গায় মেরামতির কাজ চলবে । তাই ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্র্যাফিক ব্লকের পরিকল্পনার কথা আগেভাগে জানিয়েছে রেল। এদিন যাত্রীরা সেইমতো বিকল্প পরিকল্পনা করতে পারবেন। পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল থাকবে রবিবার ।
বর্ধমান থেকে:
- 37834, 37838, 37840, 31152 (মেইন লাইন)
- 36838, 36840, 36842 (কর্ড লাইন)
শিয়ালদহ থেকে: 31151
হাওড়া থেকে:
- 37827, 37831, 37835 (মেন লাইন)
- 36823, 36827, 36831 (কর্ড লাইন)
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত।
কিছুদিন আগে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য চরম ভোগান্তির শিকার হন নিত্য় যাত্রীরা। শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল হয় গত ১৬ মার্চ। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ট্র্যাফিক ব্লকের জন্য এর আগেও ট্রেন বাতিল করা হয়েছিল। দোলের আগের দিন রবিবার হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়। পূর্ব রেলের তরফে জানানো হয়, হাওড়া-বর্ধমান শাখার বর্ধমান স্টেশন চত্বরে ডাউন মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জন্য সেদিন হাওড়া-বর্ধমান শাখা এবং শিয়ালদা-বর্ধমান শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়।
আরও পড়ুন :
'আমায় বের করো'... ঘুমন্ত পড়ুয়াকে স্কুল বাসে বন্ধ করেই বেপাত্তা ড্রাইভার ! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement