Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া তথ্যের সন্ধান, এবার CBI স্ক্যানারে 'কালীঘাটের কাকু'র ফোন
সুজয়কৃষ্ণর ২টি ও পার্থ সরকারের একটি ফোনের তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাল CBI।

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের স্ক্যানারে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার। সম্প্রতি বেহালায় ২ জনের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর একটি আই ফোন-সহ ২টি মোবাইল ফোন ও ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ৩টি ফোনের তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মোবাইল ফোন থেকে কোনও তথ্য মোছা হয়েছে কি না, তা জানতে চায় সিবিআই।
সিবিআইয়ের স্ক্যানারে মোবাইল ফোন: সুজয়কৃষ্ণর ২টি ও পার্থ সরকারের একটি ফোনের তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাল CBI। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে, ৪ মে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার ফকির রায় রোডের বাড়ি ও একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় CBI। সেদিনই তল্লাশি চলে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজার পর্ণশ্রীর ফ্ল্যাটে। CBI সূত্রে দাবি, বিভিন্ন সময় কুন্তল ঘোষের মাধ্যমে টাকা আসত সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে। পরে, তা চলে যেত প্রভাবশালীদের কাছে। এছাড়াও, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৪০ লক্ষ টাকা দিয়ে হুগলিতে একটি জমি কিনেছিলেন সুজয়কৃষ্ণ।
সূত্রের দাবি, এর পাশাপাশি তাঁর আর কোনও সম্পত্তি আছে কি না?এই সম্পত্তিগুলি কেনার ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন CBI-এর গোয়েন্দারা। সূত্রের দাবি, ৪ মে তল্লাশির পর, সুজয়কৃষ্ণ ভদ্রর ২টো মোবাইল ফোন, অ্যাডমিট কার্ড, একাধিক নথি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়। CBI সূত্রে দাবি, সুজয়কৃষ্ণর ২টি ও পার্থ সরকারের একটি, মোট ৩টি মোবাইল থেকে কোনও তথ্য মোছা হয়েছে কি না জানতে চায় CBI।
এদিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। ডোরিনা ক্রসিংয়ের সামনে দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ। কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে রবিবার মিছিল শুরু করেন ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬-র কলকাতা গেজেটে যা বলা হয়েছিল, সেই অনুযায়ী নিয়োগ হয়নি। এসএসসি কমিশন সেই নিয়ম না মেনেই নিয়োগ করেছে। ২ বার ইন্টারভিউ নেওয়া হলেও তাঁরা ইন্টারভিউতে বসারই সুযোগ পাননি। এদিকে, ৩৬ হাজার অপ্রশিক্ষিতদের চাকরি বাতিলে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে তাঁরা। ওয়াই চ্যানেলে মিছিল শেষে প্রতীকী প্রতিবাদ জানাতেও দেখা গেল চাকরিপ্রার্থীদের। আপডেটেড সিটে নিয়োগ লেখা বাক্সের প্রতীকী তালা ভাঙলেন তাঁরা।
আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি






















