Rukbanur Rahman fraud charge : 'চাকরির টোপ দিয়ে ২৪ লক্ষ গ্রাস' ! রিজওয়ানুরের দাদার বিরুদ্ধে অভিষেককে চিঠি
Rukbanur Rahman faces fraud charges অভিযোগ, মোট ২৪ লক্ষ টাকা নিয়েছিলেন চাপড়ার তৃণমূল বিধায়ক, মৃত রিজওয়ানুর রহমানের দাদা রুকবানুর রহমানকে। কিন্তু, ৫ বছরেও চাকরি মেলেনি।
নদিয়া : চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগের তদন্তে যখন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ককে ডেকে পাঠায় পুলিশ, তখন অস্বস্তিতে নদিয়ারই আরেক তৃণমূল বিধায়ক, রুকবানুর রহমান ( Trinamool MLA Rukbanur Rahman) । আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে টাকার নেওয়ার অভিযোগ উঠল, নদিয়ার চাপড়ার এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।
' চাকরি দেব, চাকরি দেব করে, দিল না '
অভিযোগকারী ও চাকরিপ্রার্থীর মা মহিনুর বিবি জানালেন, তিনি ছেলের চাকরি পাওয়ার জন্য ২৪ লক্ষ টাকা দেন বিধায়ককে। তাঁর অভিযোগ, ৩ বছর ঘোরাল, চাকরি দেব, চাকরি দেব করে, দিল না !
চাপড়ার পীতাম্বরপুরের বাসিন্দা জামশেদ আলি মণ্ডল। তাঁর অভিযোগ, ২০১৬ সালে, তিনি-সহ ৫জন যুবককে আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে, মোট ২৪ লক্ষ টাকা নিয়েছিলেন চাপড়ার তৃণমূল বিধায়ক, মৃত রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahman) দাদা রুকবানুর রহমানকে। কিন্তু, ৫ বছরেও চাকরি মেলেনি।
আরও পড়ুন :
কোথায় পাবেন ফ্রি বুস্টার ডোজ , জেনে নিন পদ্ধতি
' টাকা ফেরত দেননি তৃণমূল বিধায়ক '
অভিযোগ, তা সত্ত্বেও টাকা ফেরত দেননি তৃণমূল বিধায়ক। এই অভিযোগে, গত ৭ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন চাকরিপ্রার্থী। তিনি লেখেন ' চাপড়া বিধানসভার বিধায়ক, রুকবানুর রহমান দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও আমাদের টাকা ফেরত বা চাকরি দেয় না। '
চাকরিপ্রার্থীর বাবা কাশেম শেখ বলেন, রুকবানুর বলতেন, পার্টির পয়সা লাগবে। সেই অনুযায়ী ব্যবস্থাও করে দেন তাঁরা। তারপর থেকে নাকি লাগাতার টাকা চাইতেন বিধায়ক !
তাঁর কথায় , 'শেষে একদিন রাত সাড়ে ১০টা-পৌনে ১১টায় গেলাম, শীতের সময়। উনি তখন অফিসে গেলে ঠান্ডা পানীয় খেতে বলেন।তিনি বলেন, খাওয়ানোর দরকার নেই। কী করবেন বলুন?
শুধু তৃণমূল বিধায়ক নন, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুকদেব ব্রহ্মের বিরুদ্ধেও।