Nadia: কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে রাজ্য়পালকে কালো পতাকা দেখাল তৃণমূল
অনুষ্ঠানে যাওয়ার পথে কল্য়াণী ঘোষপাড়া আইটিআই মোড়ে রাজ্য়পালের কনভয়ে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। গো-ব্য়াক স্লোগানও দেওয়া হয়।
নদিয়া: নদিয়ার (Nadia) কল্যাণীতে (Kalyani) রাজ্য়পাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) কালো পতাকা দেখাল তৃণমূল। বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্য়পাল। অনুষ্ঠানে যাওয়ার পথে কল্য়াণী ঘোষপাড়া আইটিআই মোড়ে রাজ্য়পালের কনভয়ে কালো পতাকা দেখান তৃণমূল (TMC) কর্মীরা। গো-ব্য়াক স্লোগানও দেওয়া হয়।
রাজ্য এবং রাজ্যপাল সংঘাত অব্যাহত। এর আগেও একাধিক ইস্যুতে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। কিছুদিন আগেই রাজ্যপাল পদে সি ভি আনন্দ বোস বর্ষপূর্তি পালন করেছেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সেবার রাজ্য়পাল বলেছিলেন, হিংসা ও দুর্নীতি দমনে বড় ভূমিকা নিতে হবে রাজ্য় সরকারকে। বর্ষপূর্তিতে ফের একবার হিংসা ইস্য়ুতে সরব হয়েছিলেন রাজ্য়পাল। পাশাপাশি এও স্পষ্ট করেছিলেন যে, রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পালের কোনও সংঘাত নেই।
দুর্নীতি শেষ করার একটা সহজ উপায়, ঘুষ দেবেন না, ঘুষ নেবেন না। রাজ্য়পাল হিসেবে সিভি আনন্দ বোসের বর্ষপূর্তিতে এমনটাই বলেছিলেন তিনি। আর সেদিনও রাজ্য়ের হিংসা-দুর্নীতি ইস্য়ুতে সরব হন সিভি আনন্দ বোস। বলেন, কেউ ঘুষ দেবেন না। কেউ ঘুষ নেবেন না। সেই সঙ্গে বললেন, হিংসা ও দুর্নীতি দমনে বড় ভূমিকা নিতে হবে রাজ্য় সরকারকে।
সম্প্রতি, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে রাজ্যপাল আইন মানছেন না বলে দাবি করেছিল রাজ্য। রাজ্যপালের বিরুদ্ধে নবান্নের অভিযোগ ছিল, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করার যে বিল বিধানসভায় পাস হয়েছিল, তাতে অনুমোদন দেননি রাজ্যপাল। মঙ্গলবার সেই বিতর্কেরও জবাব দেন সিভি আনন্দ বোস।
এখানেই শেষ নয়, নবান্নর সঙ্গে রাজ্য়পালের কেমন সম্পর্ক, তা নিয়েও অকপট সিভি আনন্দ বোস। গত ১ বছরে একাধিক ইস্য়ুতে রাজ্য় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্য়পাল। উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।