Suvendu Adhikari: শুভেন্দুর জেলায় বাড়ল তৃণমূলের অস্বস্তি, ৭ পঞ্চায়েত সদস্যর পদত্যাগ
Contai TMC: জেলা সংখ্যালঘু সেলের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন, এমনটাই জানা গিয়েছে।
ঋত্বিক প্রধান, কাঁথি: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে শুভেন্দু অধিকারীর (SuvenduAdhikari) জেলায় বাড়ল তৃণমূলের (TMC) অস্বস্তি। কাঁথি ১ নম্বর ব্লকের দুলালপুর পঞ্চায়েতে শাসক-অস্বস্তি শুরু। প্রধান, উপপ্রধান সহ ৭ পঞ্চায়েত সদস্যর পদত্যাগের জেরে এই অবস্থা শাসক দলে। পদত্যাগ করেছেন তৃণমূলের পঞ্চায়েত সভাপতিও। জেলা সংখ্যালঘু সেলের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন, এমনটাই জানা গিয়েছে।
যদিও পদত্যাগী প্রধান এবং উপপ্রধানের দাবি দলকে জানিয়েই ইস্তফা দিয়েছেন তাঁরা। ‘এলাকায় দুর্নীতি করায় মানুষের মুখোমুখি হতে পারছেন না, তাই ইস্তফা’, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের সভাপতির।
সম্প্রতি কাঁথিতে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা এবার শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রে খবর, কাঁথির সভার জবাব কাঁথিতেই দিতে ২১শে ডিসেম্বর সভা করবেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, ৩ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা, চুঁচুড়ায় আলমারি খুলতেই উদ্ধার দেহ
প্রসঙ্গত, শনিবার, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ২০০ মিটার দূরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই অভিষকের লোকসভা কেন্দ্রে ডায়মন্ডহারবারে সভা করেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সভা নিয়ে ইতিমধ্যেই একদফা বৈঠক সেরেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে, শুভেন্দু অধিকারীর দুটি সভায় অনুমতি দিয়েছে হাইকোর্ট। ১২ ডিসেম্বর হাজরা ও ২১ ডিসেম্বর কাঁথির সভায় অনুমতি। ‘শান্তি বজায় রেখে শব্দ বিধি মেনে করতে হবে সভা, সভা শেষে সভাস্থল পরিষ্কার করতে হবে’, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।