Howrah: রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ২ কিশোরের
Howrah Accident:
সুনীত হালদার, হাওড়া: মর্মান্তিক দুর্ঘটনা (Accident) উলুবেড়িয়ায় (Uluberia)। ট্রেনের (Train) ধাক্কায় দুই কিশোরের মৃত্যু ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা।
প্রসঙ্গত, গত মাসেই রাতের অন্ধকারে দক্ষিণ পূর্ব রেলের উলুবেড়িয়া উড়ালপুলের কাছে রেল লাইনের উপর পয়সা বসাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল ৩ কিশোরের। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে ছবি তোলার সময় গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই কিশোরের।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ পূর্ব রেলের কুলগাছিয়া ও বাগনান ষ্টেশনের মাঝে মহিষরেখা ব্রীজের কাছে। মৃত কিশোরেরা হল শরীফ আলি মল্লিক (১৮) সরিফুল মল্লিক (১৪)। বাড়ি বাগনান থানার বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়ায়।
জানা গিয়েছে, শরীফ এই বছর মাধ্যমিক পাশ করেছে এবং সরিফুল বাগনান ভুঁঞেড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। উলুবেড়িয়া ও বাগনান জিআরপি মৃতদেহ দুটি উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন, জেলা হাসপাতালেও চালু মা ক্যান্টিন, সারা ভারতে এমন উদ্যোগ চালুর দাবী রোগীদের পরিবারের
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুই কিশোর বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মহিষরেখা ব্রীজের কাছে এসে রেললাইনের পাশে বসেছিল। রাত ৮টা নাগাদ দুই কিশোর রেললাইনের পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় আপ পাঁশকুড়া লোকাল তাদের ধাক্কা মারে।
ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। পরে বাগনান ও উলুবেড়িয়া জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। জিআরপি আধিকারিকের মতে খুব সম্ভবত ট্রেন আসার বিষয়টি দুই কিশোর বুঝতে না পারায় এই দূর্ঘটনা।