Ulubria Landslide: উলুবেড়িয়ায় রাস্তাজুড়ে নেমেছে ধস, প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা
Howrah Uluberia Road Landslide: কোথাও ফাটল...কোথাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে রাস্তা। বেশ কয়েকদিন ধরেই হাওড়ার উলুবেড়িয়ার এই জগদীশপুরে রাস্তায় ধস নামতে শুরু করেছিল।
সুনীত হালদার, হাওড়া: উলুবেড়িয়ার জগদীশপুরে ৯০ ফুট রাস্তাজুড়ে নেমেছে ধস। প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন পার্শ্ববর্তী ১০-১২টি গ্রামের বাসিন্দা। দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও মহকুমাশাসক।
কী ঘটেছে?
কোথাও ফাটল...কোথাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে রাস্তা। বেশ কয়েকদিন ধরেই হাওড়ার উলুবেড়িয়ার এই জগদীশপুরে রাস্তায় ধস নামতে শুরু করেছিল। মঙ্গলবার দেখা যায়, ২৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৯০ ফুট রাস্তা একেবারে বসে গিয়েছে। পাশেই গঙ্গা... পণ্যবাহী জাহাজের পারাপার...এই পরিস্থিতিতে প্রবল আতঙ্কে পার্শ্ববর্তী ১০-১২টি গ্রামের বাসিন্দা।
উলুবেড়িয়া পুরসভা ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ মুজিবর রহমান, আতঙ্কে আছি। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর ও উলুবেড়িয়ার মহকুমা শাসক। উলুবেড়িয়া মহকুমাশাসক শমীককুমার ঘোষ বলেন, "সেচ দফতরের আধিকারিকদের জানিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি হবে।"
আরও পড়ুন, উত্তাল নদীতে জলের তোড়ে ভাঙল নৌকা, কোনক্রমে বাঁচল তিন প্রাণ
দ্রুত মেরামত করা হোক এই গুরুত্বপূর্ণ রাস্তা, এটাই এখন একমাত্র দাবি বাসিন্দাদের।
অন্যদিকে, বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হবে টাস্কফোর্স। কথা না শুনলে দিতে হবে জরিমারা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। আর পুরসভার এই কড়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে নয়া ব্যবস্থা হাওড়ায়
বাড়ি-ঘর থেকে দোকানপাট। সর্বত্রই জল ঢুকে পড়ায় অসহনীয় অবস্থা। ফি বছর বর্ষায় এই ছবির সাক্ষী হন হাওড়ার মানুষ। আরও একটা বর্ষার আগে সেই একই ছবি দেখার আগে এবার নড়েচড়ে বসল হাওড়া পুরসভা।
হাওড়া শহরকে প্লাস্টিকমুক্ত করতে টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুর প্রশাসন। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হচ্ছে টাস্কফোর্স। প্রচারে কাজ না হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানা দিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।