Amit Shah: পুজো উদ্বোধনে এসে পরিবর্তনের ডাক অমিত শাহের, 'বাংলায় এমন সরকার হোক..'
Amit Shah On Kolkata Durga Puja 2025: পুজো উদ্বোধনে এসে কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন অমিত শাহর। এবার কালীঘাট মন্দিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কালীঘাট মন্দির থেকে সল্টলেকের EZCC -তে পুজো উদ্বোধনে যান অমিত শাহ।
আরও পড়ুন, পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল, নির্দেশ বিচারপতির ডিভিশন বেঞ্চের
এদিন অমিত শাহ বলেন, 'বাংলায় এমন সরকার হোক, যারা সোনার বাংলা করতে পারে। আমি মায়ের সামনে এই প্রার্থনা করেছি। গড়ে উঠুক কবিগুরুর বাংলা। স্বাধীনতার আগে শিক্ষায় বাংলার অবদান কেউ ভুলতে পারবে না। এখানে ভারী বর্ষণ হয়েছে, ১০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। বিজেপি নেতা-কর্মীরা মৃতদের পরিবারের পাশে আছে', সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মঞ্চ থেকে বার্তা কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর।
পুজো উদ্বোধনের আগে অমিত শাহের সঙ্গে ঘরোয়া বৈঠক করল রাজ্য বিজেপি। নিউটাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু-শমীকরা। ঘরোয়া বৈঠকে ছিলেন বিজেপির রাজ্যস্তরের আরও নেতা। বৈঠকের পরেই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করতে রওনা দেন অমিত শাহর। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনের পর কালীঘাট মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কালীঘাট মন্দির থেকে সল্টলেকের EZCC -তে পুজো উদ্বোধন করেন অমিত শাহ।
পুজোর পর বিজেপি যে এরাজ্য়ের বিধানসভা ভোটের জন্য় ঝাঁপাতে চলেছে, তা কার্যত স্পষ্ট করে, নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে ভিন রাজ্য়ের নেতাদের।পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হল কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিপ্লব দেবকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ছোট্ট রাজ্য়ে যাঁকে মুখ্য়মন্ত্রী রাখার উপযুক্ত মনে করে না, যাঁকে মাঝপথে সরিয়ে দেয়, তাঁকে দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দলের সাংগঠনিক কাজের দায়িত্বে সহ প্রভারী। মনে রাখবেন, ত্রিপুরায় যাঁকে মুখ্য়মন্ত্রিত্ব থেকে সরাতে হয়। যাঁকে বিজেপি মুখ্য়মন্ত্রী হওয়ার উপযুক্ত মনে করে না, তাঁকে পাঠিয়েছে এখানে। বাকিটা আপনারা বুঝে নিন।
নরেন্দ্র মোদি ও অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। এর আগে ২০১৩ সালে রাজস্থান, ২০১৪ সালে ঝাড়খণ্ড, ২০১৭ সালে গুজরাত ও উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটের গুরুদায়িত্ব সামলেছেনএবং দলকে সাফল্য়ে এনে দিয়েছেন! ২০২০ সালে বিহার বিধানসভা ভোটেও বিজেপির দূর্দান্ত ফলাফলের নেপথ্য়ে ছিলেন ভূপেন্দ্র যাদব! এবার পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতা দখলের লক্ষ্য়ে তাঁর ওপরই বড় দায়িত্ব দিলেন মোদি-শাহ।






















