Mamata Banerjee: 'নির্বাচনের সময় এক দিদি এসেছিলেন বাংলা থেকে', ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মমতাকে কটাক্ষ যোগীর
Yogi Adityanath Aims Mamata Banerjee: উত্তরপ্রদেশে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সে রাজ্যে সফর এবং সমাজবাদী পার্টিকে সমর্থন নিয়েও সুর চড়ান।
লখনউ: উত্তরপ্রদেশ (Uttarpradesh) বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এবার বাংলার সমালোচনা যোগী আদিত্যনাথের (Yogi Adityanth)। ভোট পরবর্তী সন্ত্রাসের কথা তুলে তৃণমূল কংগ্রেস (TMC)কে আক্রমণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয় উত্তরপ্রদেশে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সে রাজ্যে সফর এবং সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) সমর্থন নিয়েও সুর চড়ান।
কী কী বলেছেন যোগী আদিত্যনাথ?
- ‘উত্তরপ্রদেশে নির্বাচনের সময় সমাজবাদী পার্টিকে সমর্থনের সময় বাংলা থেকে দিদি এসেছিলেন’
- ‘বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে ১২০০০’
- ‘বাংলায় ২৯৪টি আসনের মধ্যে ১৪২টি আসনে হিংসার ঘটনা ঘটেছিল’
- ‘বাংলার জনসংখ্যা উত্তরপ্রদেশের জনসংখ্যার অর্ধেক’
- ‘উত্তরপ্রদেশে ভোট চলাকালীন ও ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি’
আরও পড়ুন, এবার মাছের দামেও আগুন, মাথায় হাত আম জনতার
তিনি এও বলেন যে ডাবল ইঞ্জিনের সরকারের সাফল্য মেনে নিতে অস্বীকার করছে অখিলেশ যাদবের সরকার। বিজেপির জয়ও অস্বীকার করছে। আদিত্যনাথ বলেন, "তারা জিতলে সব ঠিক আছে। কিন্তু বিজেপি জিতলে ইভিএমে কিছু ত্রুটি আছে। এটা আসলে মানুষের অপমান।"
পাশাপাশি এও বলেন, তৃণমূল পার্টির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে আদিত্যনাথ উত্তরপ্রদেশে প্রচারের সময় রাজ্যে তার সফরের কথা বলেন। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের একজন 'দিদি' নির্বাচনে সমাজবাদী পার্টির সমর্থনে এসেছিলেন। পশ্চিমবঙ্গের জনসংখ্যা উত্তর প্রদেশের অর্ধেক। উত্তরপ্রদেশে কোনো প্রাক-নির্বাচন বা ভোট-পরবর্তী কোনো হিংসার ঘটনা ছিল না। এটি আইনশৃঙ্খলার একটি উদাহরণ।"
অন্যদিকে, পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। তিনি বলেন, ‘বিকৃত মানসিকতার পরিচয়। যোগীর রাজ্যে ১০০০ জনের বেশি মানুষেক ভুয়ো এনকাউন্টারে খুন। উত্তরপ্রদেশে প্রতিদিন গণধর্ষণের ঘটনা ঘটছে। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে নিরীহ কৃষক, সাংবাদিককে খুন করেছে। তিনি আবার বাংলাকে অপমান করছেন’।