The Bengal Files : 'সত্যজিৎ রায়ের মাটিতে একজন চিত্র পরিচালকের আওয়াজকে চাপা দেওয়া হচ্ছে': বিবেক অগ্নিহোত্রী
Trailer Launch Controversy : শনিবার বাইপাসের ধারে, ITC রয়্যাল বেঙ্গল হোটেলে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা 'দ্য বেঙ্গল ফাইলস'- এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল।

শিবাশিস মৌলিক ও মনামি রায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ধুন্ধুমারকাণ্ড বাধল শনিবার। অভিযোগ, প্রথমে হোটেল কর্তৃপক্ষের তরফে বাধা দেওয়া হয়। তারপর পুলিশ এসে বন্ধ করে দেয় ট্রেলার লঞ্চ। কেন একজন পরিচালকের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন পরিচালক। হোটেল কর্তৃপক্ষের দাবি, তাদের তরফে কোনও বাধা দেওয়া হয়নি।
দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ধুন্ধুমারকাণ্ড। কলকাতা পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মাঝপথেই বন্ধ হয়ে গেল স্ক্রিন। বিবেক অগ্নিহোত্রী বলেন, "কেন একজন পরিচালকের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে ? দেশভাগের উপর যে সিনেমা তৈরি হয়েছে, কেন বন্ধ করার চেষ্টা হচ্ছে? একে বলে অসহযোগিতা। সত্যজিৎ রায়ের রাজ্যে এক পরিচালকের আওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতে কি দু'টো সংবিধান চলে ? একটা, ভারতে। আর একটা, এখানে ম্যাডামের। চলতে থাকা ট্রেলার বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। থিয়েটারের অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে। কত পুলিশ এখানে এসেছে দেখতে পাচ্ছেন। আমরা কি চোর ? এটাকে বলা হয় আরাজকতা। এটা একনায়কতন্ত্র। এটা ফ্যাসিবাদ। এটা আমি সহ্য করতে পারছি না।"
শনিবার বাইপাসের ধারে, ITC রয়্যাল বেঙ্গল হোটেলে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা 'দ্য বেঙ্গল ফাইলস'- এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরু হয় দুপুর ১টা ১০ নাগাদ। ঠিক সেইসময় হোটেল কর্তৃপক্ষের দুই আধিকারিক চলে যান কন্ট্রোল প্যানেলের সামনে। অভিযোগ, ট্রেলার চালানোয় বাধা দেওয়া হয়। তাঁদের দেখে কথা বলতে এগিয়ে যান পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ফের একবার ট্রেলার চালানোর চেষ্টা করেন তিনি। ফের বাধা দেন হোটেলের আধিকারিকরা। অভিযোগ, এরপরই প্লেয়ারের সঙ্গে স্ক্রিনের কানেকশন কেটে দেওয়া হয়। এ নিয়ে হূলস্থূল বেধে যায়।
ITC রয়্যাল বেঙ্গলের এক আধিকারিক বলেন, "বাধা দিইনি। কথা বলতে এসেছিলাম।"
হোটেলের বাইরের লবিতে ততক্ষণে পৌঁছে গেছে পুলিশ ! এই অবস্থায় আরও একবার 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার চালানোর চেষ্টা করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তখন হস্তক্ষেপ করে পুলিশ। অভিযোগ, কলকাতা পুরসভার কোনও ছাড়পত্র না থাকাতেই ট্রেলার লঞ্চ আটকানো হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন 'দ্য বেঙ্গল ফাইলস'-এর পরিচালক।
যদিও কেন ট্রেলার লঞ্চ আটকানো হল, তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি উপস্থিত পুলিশ অফিসাররা। এক পুলিশ আধিকারিক বলেন, "সুপিরিয়র অথরিটি বলতে পারবে। আমরা এটা নিয়ে কিছু বলতে পারব না।"
অভিযোগ, দ্য বেঙ্গল ফাইলস টিমের সঙ্গে উপস্থিত একজনের ল্যাপটপও বাজেয়াপ্ত করে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে দাবি, অনুষ্ঠানে কোনও ভিডিও দেখানো হবে, এমন কথা তাঁরা জানতেন না।


















