Weather Update: নিম্নচাপের জেরে দুর্যোগ গোটা দক্ষিণবঙ্গে, আগামী ক'টা দিন কেমন কাটবে? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Rain Forecast: উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে

কলকাতা: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগ ঘনিয়ে এসেছে। গতকাল ভোরের দিকে সামান্য বৃষ্টি হলেও, বেলা বাড়তে রোদ উঠেছে। তবে বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা আর তার আশেপাশের জেলাগুলিতে। আগামী ৭দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগ থেকে এখনই নেই রেহাই, জানিয়ে দিল আবহাওয়া দফরত। কলকাতায় আরও ৭দিন বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে, ৩১ জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ২ বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সকাল ৭.৩০-৮.৩০ পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে এগোচ্ছে নিম্নচাপ, তার জেরেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে, আজকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই ৩টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বর্জ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই ৩টি জেলায় লাল সতর্কবার্তা জারি রয়েছে।
এছাড়াও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, হুগলী, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর.. এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা রয়েছে। ভারী অতিভারী বৃষ্টিপাত, সঙ্গে বর্জ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে। মোটের ওপর আজকের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হলুদ সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে, দার্জিলিং ও কালিম্পংয়ের ২-১ জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বর্জ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল কোথাও লাল বা কমলা সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগণা ও বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বর্জ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। ২৭ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র মুর্শিদাবাদ ও নদীয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুতোকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কমলা লাল সতর্কতা নেই, হলুদ সতর্কবার্তা রয়েছে।






















