WB HS Results 2023: 'আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই' উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশে বার্তা শিক্ষামন্ত্রীর
Bratya Basu On HS Result: ফলপ্রকাশের পর শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Bratya Basu)। আগামীদিনের জন্য শুভকামনাও জানালেন তিনি।
কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের (HS Result 2023) ফল। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ করল সংসদ। ফলপ্রকাশের পর শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Bratya Basu)। আগামীদিনের জন্য শুভকামনাও জানালেন তিনি।
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html
শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর: এদিন ট্যুইটে শিক্ষামন্ত্রী লেখেন, "আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হল। পাসের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।''
আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।
— Bratya Basu (@basu_bratya) May 24, 2023
প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করে ফলঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ঘোষণা করা হয় প্রথম থেকে দশম স্থানাধিকারীদের নাম। এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন পড়ুয়া রয়েছেন, গতবছর যে সংখ্যা ছিল ২৭২। মেধাতালিকায় এ বার প্রথম দশে হুগলি থেকে ১৮ জন রয়েছেন। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। পাসের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দশম স্থানে রয়েছে কলকাতা।
এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিদ্যালয়ের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। একক ভাবে প্রথম হয়েছেন তিনি। ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন। উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের হারে ৯৯ শতাংশ পেয়েছেন। উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের কামাখাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি দাস এবং বালুরঘাট ললিত মোহনের শ্রেয়া মল্লিক। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪।
আরও পড়ুন: Dream Meaning: আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?