WB JEE: মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি কমাল রাজ্য সরকার
WB JEE Fee Reduces: অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি কমে এবার ...
কলকাতা: মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি (WB JEE Fee) কমাল রাজ্য সরকার (West Bengal Government)। অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি কমে ৩০০ টাকা। ২০০ টাকা কমে অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। ১০০ টাকা কমে সংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা । ১০০ টাকা কমে সংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। ২৮ এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, ২৮ ডিসেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন।
আগামী বছর কবে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ?
আগামী বছর কবে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE)? ইতিমধ্য়েই তারিখ ঘোষণা করেছে বোর্ড। জানিয়ে দেওয়া হয়েছে ২৮ এপ্রিল, রবিবার হবে এই পরীক্ষা। বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য বোর্ড জানিয়েছে। তারিখ ঘোষণার পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের ওয়েবসাইটেও নজর রাখতে বলা হয়েছে।
বিশদে বিবরণের বোর্ডের কোন ওয়েবসাইটগুলিতে নিয়মিত নজর ?
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 'পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা WBJEE-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে।’’ বিশদে বিবরণের বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত নজরে রাখতে বলা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in.
কবে কোন পরীক্ষা ?
২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি। অন্যান্য বছর মার্চ মাসে হয় এই পরীক্ষা। পাশাপাশি প্রায় একই সময় শুরু হওয়ার কথা ISC এবং CBSE দ্বাদশের পরীক্ষাও। তারপর হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশ হয় ২৬ মে। পরীক্ষার ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়। মেধা তালিকায় (merit list) প্রথম দশে ছিলেন ১০ জন। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র (examination centre) ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছে ৫১,৩৪৫ পরীক্ষার্থী।
আরও পড়ুন, বাংলায় চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায়, বিহারে মাস্টারস্ট্রোক নীতীশের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)