WB Municipal Election 2022: 'রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতা,' কমিশনারকে রাজভবনে তলব রাজ্যপালের
‘পুরভোটে হিংসা, আইনশৃঙ্খলার অবনতি, পক্ষপাতদুষ্ট আচরণ’ রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতার অভিযোগে জবাব তলব রাজ্যপালের (Jagdeep Dhankhar)
কলকাতা: কাল সকাল ১০টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনারকে (WB State Election Commission) রাজভবনে তলব। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করলেন রাজ্যপাল। ‘পুরভোটে হিংসা, আইনশৃঙ্খলার অবনতি, পক্ষপাতদুষ্ট আচরণ’ রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতার অভিযোগে জবাব তলব রাজ্যপালের (Jagdeep Dhankhar)।
মাটিতে ফেলে মার, গাড়ি ওল্টানো, কাঁদানে গ্যাসের শেল ছোড়া, গুলির আওয়াজ, প্রার্থীর কান্না, ইভিএমে ঢুকে ছাপ্পা, বুথ থেকে বহিরাগতর পালানোর ছবি সবমিলিয়ে দিনভর উত্তেজনার মধ্যেই চলল গণতন্ত্রের উৎসব। আর তাতেই কার্যত ক্ষুব্ধ রাজ্যপাল। এই গোটা ঘটনাকে নির্বাচন কমিশনের ব্যর্থতা বলেই মনে করছেন তিনি। আর তাতেই এই তলব।
[tw]
WB Guv:
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 27, 2022
State Election Commissioner Shri Saurab Das has been called upon to brief Guv anytime before 10 am tomorrow in view of alarmingly disturbing inputs, depicting scenario of violence and lawlessness, with administration in partisan mode and systemic failure #SEC pic.twitter.com/zmCBNCLyD4
উল্লেখ্য, দিনভর এসেছে উত্তেজনার খবর। কোথাও ছাপ্পা ভোটের অভিযোগে ক্ষোভ গিয়ে পড়ল ইভিএমের উপর। সাত জেলার দশটা পুরসভায় চোদ্দটা ইভিএম ভেঙে দেওয়া হল! অধিকাংশ ক্ষেত্রে আঙুল উঠেছে বিজেপির দিকে। কোথাও আবার নাম জড়িয়েছে তৃণমূলেরও। গ্রেফতার করা হয়েছে তিন বিজেপি প্রার্থীকে।
শুধু তাই নয়, গণতন্ত্রের উৎসবে আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই। পুরভোটের খবর সংগ্রহ করতে গিয়ে, মার খেলেন এবিপি আনন্দ সহ ৩টি সংবাদমাধ্যমের ৯ জন প্রতিনিধি।
উত্তর দমদম থেকে কাঁথি, শ্রীরামপুর ভোটের দিন, জেলায় জেলায় মার খেয়ে রক্তাক্ত হলেন এবিপি আনন্দর সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা। বারবার শাসানির মুখে পড়তে হল সাংবাদিকদের। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তর দমদমে সাংবাদিকদের মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কাঁথিতে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।