WB Municipal Election Result : লোকসভায় আটে সাত থেকে পুরভোটে বিজেপি 'শূন্য' উত্তরবঙ্গ
BJP IN WB Municipality Election : উত্তরবঙ্গে ১৯টা পুরসভার মধ্যে বিজেপি মাত্র ১২টা ওয়ার্ডে জিতেছে। বামেরা জিতেছে ৬টা ওয়ার্ডে।
শিলিগুড়ি : তিনবছরের ব্যবধানে প্রায় পূর্ণ থেকে একেবারে শূন্য! লোকসভা ভোটে (Lok Sabha Election) উত্তরবঙ্গের (North Bengal) ৮টা আসনের মধ্যে ৭টাতেই জিতেছিলেন বিজেপি (BJP) প্রার্থীরা। গতবছরের বিধানসভা ভোটেও (Assembly Election) উত্তরবঙ্গর ৫৬টা আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩০টায়। কিন্তু এবারে উত্তরবঙ্গে একটা পুরসভাতেও (West Bengal Municipal Election 2022) জেতেনি বিজেপি। উত্তরবঙ্গের ১৯টা পুরসভার মধ্যে সবক’টায় জিতেছে তৃণমূল (TMC)। রাজ্যজুড়ে ১০৮ পুরসভার মধ্যে ১০২টিতেই জিতেছে ঘাসফুল শিবির।
উত্তরবঙ্গে ১৯টা পুরসভার মধ্যে বিজেপি মাত্র ১২টা ওয়ার্ডে জিতেছে। বামেরা জিতেছে ৬টা ওয়ার্ডে। অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে ৩টি পুরসভা পড়ে। কোচবিহার (Cooch Behar Municipality), দিনহাটা (Dinhata Municipality) ও মাথাভাঙা (Matha Vanga Municipality)। এই তিনটিতেই ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। গোটা বঙ্গজুড়েই পুরভোটে বিজেপির হেভিওয়েট নেতাদের কেল্লা চুরমার করে দিয়েছে তৃণমূল। ভরসার গড় উত্তরবঙ্গেও কার্যত মুছে গেল বিজেপি।
এদিকে, বিজেপিকে পিছনে ফেলে রাজ্যের ১০৮ পুরভোটের প্রাপ্ত ভোট শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। গতবছর বিধানসভা ভোটে আসন সংখ্যা শূন্যে ঠেকলেও গত বছরখানেকে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। এবারের পুরভোটে বামেদের (Left) প্রাপ্ত ভোটের হার ১৪ শতাংশ। আর অনেকটাই কমে বিজেপি (BJP) ভোট পেয়েছে ১৩ শতাংশ। সবুজ সুনামিতে ভর করে ১০৮ পুরসভার ১০২ আসনে জেতার পথে ৬৩ শতাংশর বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এদিকে, কংগ্রেস (Congress) ভোট পেয়েছে ৫ শতাংশ। আর নির্দল ও অন্যান্যদের প্রাপ্ত ভোটের হার ৫ শতাংশ।
আর রাজ্যজুড়ে মোট ওয়ার্ডের বিচারে প্রায় ৮৬ শতাংশই গিয়েছে ঘাসফুল শিবিরের দখলে। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুরভোটে ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১ হাজার ৮৬৬টি জয়ী হয়েছে তৃণমূল। আর ভোটের বিচারে বাকিদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নির্দল প্রার্থী। ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১১৯টিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। এদিকে, ৬৩টিতে ওয়ার্ডে বিজেপি, ৫৭টি ওয়ার্ডে বামফ্রন্ট ও ৫৯টি ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস।
আরও পড়ুন- ১০৮-এ পুরসভার ১০২ তৃণমূলের, কোন ছয় এল না দখলে? রইল বিস্তারিত তালিকা