Post Poll Violence: CBI-এ অনাস্থা , হাইকোর্টের দ্বারস্থ BJP কর্মী অভিজিতের দাদা, 'সঠিক তদন্ত করছে না...'!
Abhijit BrotherIn High Court On CBI : CBI-এর ভূমিকায় প্রশ্ন, হাইকোর্টে রিট পিটিশন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদার

কলকাতা: CBI-এ অনাস্থা, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। হাইকোর্টে রিট পিটিশন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদার। 'সঠিক তদন্ত করছে না CBI, এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি', CBI-এর ভূমিকায় প্রশ্ন নিহত বিজেপি কর্মীর দাদার ।
ভোটের গণনার দিন খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার
তখন একুশ সাল। ২ মে একুশের বিধানসভা ভোটের গণনার দিন খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এরপর ভোট পরবর্তী হিংসার মামলায়, হাইকোর্টের নির্দেশে সক্রিয় তদন্তে নামেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বলাইবাহুল্য এই হত্যাকাণ্ডের পর জল গড়িয়েছে অনেক দূর। পরিবারের তরফে উঠে এসেছিল বিস্ফোরক অভিযোগ। দেখতে দেখতে পার হয়েছে লোকসভা ভোট। এক একুশের পর, ছাব্বিশের অপেক্ষায় দিন গুণছে সবাই। ঠিক তখনই CBI-এর ভূমিকায় প্রশ্ন নিহত বিজেপি কর্মীর দাদার।
সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন
বলাইবাহুল্য, সদ্য আরজি কর মামলার রায় বেরিয়েছে। আর এই মামলাতেও সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার তথা জুনিয়র চিকিৎসকেরা। আর এবার আরও একবার প্রশ্নের কাঠগড়ায় দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ! ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মী অভিজিত্ সরকারকে খুনের অভিযোগ উঠেছিল। পরিবারের অভিযোগ ছিল, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
ভোট পরবর্তী সন্ত্রাস
অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তে রাজ্য পুলিশের তিন কর্তাকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেয় হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ।ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সংক্রান্ত মামলায় ১৩ জুলাই হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটির রিপোর্ট জমা পড়েছিল। রিপোর্টে মূল সুপারিশ ছিল, ঘৃণ্য অপরাধের তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে। বিচারপর্ব যেন বাংলার বাইরে হয়। অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের দিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের সুপারিশ করে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটি।
আরও পড়ুন, শুভেন্দুকে সার্টিফিকেট কুণালের ! 'সুকান্ত ৪০-৫০ পেলে শুভেন্দু ৭০-৮০ পাওয়ার যোগ্য..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















