WB Recruitment Scam: খাদ্য দফতরের সাব- ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, বড় নির্দেশ হাইকোর্টের
Food SI Job Recruitment Scam: খাদ্য দফতরের সাব- ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে সিআইডি কে তদন্তভার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা
সৌভিক মজুমদার, কলকাতা: লোকসভা ভোটের মধ্যেই স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। বাতিল করা হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি। এর মধ্যেই আজ খাদ্য দফতরের সাব- ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল খাদ্য দফতর।
এদিন, এই খাদ্য দফতরের সাব- ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে সিআইডি কে তদন্তভার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এডিজি সিআইডি-র নেতৃত্বে তদন্ত করবে সিআইডি। রাজ্যের সব থানায় দায়ের হওয়া সব এফআইআর-এর তদন্ত করবে সিআইডি।
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাইকোর্টের। আগামী ২২ মে-র মধ্যে রিপোর্ট তলব করেছে আদালত। গত ১৬ ও ১৭ মার্চ পরীক্ষা হয়েছিল, ৪৮০টি শূন্যপদের জন্য প্রায় ১২ লাখ চাকরিপ্রার্থী পরীক্ষা দেন।
খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। ফের পরীক্ষা নেওয়ার দাবিতে এর আগে দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ফুড ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তাই ফের পরীক্ষা নিতে হবে। এই দাবিতেই PSC অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন, অযোগ্যদের আড়ালে মরিয়া চেষ্টা, অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে এবার প্রশ্নের মুখে রাজ্যের মন্ত্রিসভা
প্রসঙ্গত, গত ১৬ ও ১৭ মার্চ ছিল খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা। সেই সময় অভিযোগ ছিল খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে চাকরির পরীক্ষার প্রশ্ন একদিন আগেই বেরিয়ে যায়। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই সব প্রশ্ন ও উত্তর বিক্রির অভিযোগ ওঠে। এরপরেই পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়। মোট ৪৮০টি পদের জন্য প্রায় ১২ লক্ষ চাকরি প্রার্থী এবার পরীক্ষা দেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে