SFI Protest Rally: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আজকে ফের পথে SFI সমর্থকেরা | ABP Ananda Live
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আজকে ফের পথে নেমেছে SFI। দমদমে মিছিল করছেন এসএফআই সমর্থকেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মিটিং-মিছিলে হাইকোর্টের কড়াকড়ি। ১৩ মার্চ পর্যন্ত কোর্টের অনুমতি ছাড়া কোনও রাজনৈতিক মিটিং-মিছিল নয়। কাদের অনুমতি, কাদের অনুমতি নয়, পুলিশকে কড়া নজর রাখার নির্দেশ। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে রবিবার শর্তসাপেক্ষে শুভেন্দুর মিছিলে অনুমতি। নবীনা সিনেমার সামনে থেকে যাদবপুর থানার ১০০ গজের আগে পর্যন্ত অনুমতি। যাদবপুর থানার ১০০ গজ আগে ব্যারিকেড দিতে পুলিশকে নির্দেশ। সাড়ে ৭০০জনকে নিয়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মিছিলের অনুমতি। 'মিছিল করতে হবে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ভূমিকা নিতে হবে আয়োজকদের'।
'কোনও পুলিশ যেন আঘাতপ্রাপ্ত না হয়, খেয়াল রাখতে হবে আয়োজকদের'। মিছিলের অনুমতি চেয়ে বিজেপির মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।



















