WBCHSE Board 12th Result 2024: ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, এক ক্লিকে রেজাল্ট wb12.abplive.com-এ
HS Result 2024: আগামী বুধবার ৮ মে, দুপুর ১টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ।
কলকাতা: লোকসভা ভোটপর্বের (Loksabha Election 2024) মধ্যেই মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্য়মিকের ফলপ্রকাশ (WBCHSE Board 12th Result 2024)। আগামী সপ্তাহে ফলপ্রকাশ হতে চলেছে উচ্চমাধ্য়মিকের। তৃতীয় দফা ভোটের পরের দিন ফলপ্রকাশ বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্য়মিকের ফলপ্রকাশ: আগামী বুধবার ৮ মে, দুপুর ১টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। উচ্চমাধ্যমিকের ফলের জন্য় লগইন করুন wb12.abplive.com-এ। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল। তবে ওইদিনই মার্কশিট ও সার্টিফিকেচ পাওয়া যাবে না। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। ওই একইদিনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করা যাবে। দুটি ক্ষেত্রেই অনলাইনে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।
এবছর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যে প্রকাশ হচ্ছে রেজাল্ট। রাজ্যে তৃতীয় দফার ভোট ৭ মে। চতুর্থ ভোট ১৩ মে। তারই মাঝে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। তারই মধ্যে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল।
এদিকে পরীক্ষার ৮০ দিনের মাথায় গতকাল প্রকাশিত হয়েছে বছরের মাধ্যমিকের ফল। মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। প্রথম পাঁচে ৭ জন জায়গা করে নিয়েছে। কলকাতা থেকে মেধা তালিকায় রয়েছে মাত্র একজন। এ বছর পাসের হার ৮৬.৩১%। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। পাসের হারে সবাইকে টেক্কা দিয়েছে কালিম্পং জেলা। পাসের হারের নিরিখে কলকাতা রয়েছে তৃতীয় স্থানে।
একনজরে মাধ্যমিকের প্রথম তিন
- প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৩।
- মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাম্যপ্রিয় গুরু। পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র পেয়েছে ৬৯২।
- মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাশুরী এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নৈর্ঋতরঞ্জন পাল। সবার প্রাপ্ত নম্বর ৬৯১।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment Scam: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, CBI অনুসন্ধানে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের