Recruitment Scam: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, CBI অনুসন্ধানে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Supreme Court: পুরোপুরি খারিজ না করলেও, CBI অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
কলকাতা: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে রহস্যজনক চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি রাজ্য সরকারের। পুরোপুরি খারিজ না করলেও, CBI অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। GTA-তে নিয়োগ দুর্নীতি মামলায়, CBI অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। নির্দেশে বলা হয়েছিল পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় 'রহস্যজনক' চিঠি নিয়ে অনুসন্ধান করবে সিবিআই।এরপরই, সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু ১৯ এপ্রিল, সিঙ্গল বেঞ্চের CBI-এর অনুসন্ধানের নির্দেশই বহাল রাখে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
পাহাড়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে রহস্যজনক এই চিঠিতে, পাহাড়ে স্কুল শিক্ষক, এবং পুরসভায় কর্মীদের বেআইনিভাবে নিয়োগের অভিযোগ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের একাধিক মন্ত্রী ও শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম। এই নিয়ে আগেই CID তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।এই নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে যায় রাজ্যের স্কুল শিক্ষা দফতর। কিন্তু FIR দায়ের করেননি ওই থানার IC। এই কারণেই, বিধাননগর উত্তর থানার IC-কে তলব করে হাইকোর্ট। এর পাশাপাশি, CBI-কে আদালত নির্দেশ দেয়, ওই 'রহস্যজনক' চিঠির সত্যতা অনুসন্ধান করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এরপরই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। আর সেই আবেদনের প্রেক্ষিতেই মিলল স্বস্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।