Medinipur Weather: রোদ উঠবে, বৃষ্টিও হতে পারে! কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া?
Weather: আজ এবং আগামীকাল জেলার আকাশে মেঘ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
![Medinipur Weather: রোদ উঠবে, বৃষ্টিও হতে পারে! কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া? Weather Paschim Medinipur Purba medinipur weather forecast of 18 July 2023 Medinipur Weather: রোদ উঠবে, বৃষ্টিও হতে পারে! কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/d4a7d0f0ee5ef084d3fb39699fd2acd91689665478432385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে জেলাজুড়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে। মেঘলা থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিকেলের দিকে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিকেল এবং সন্ধের দিকে আকাশ তুলনামূলক পরিষ্কার থাকবে, কোথাও কোথাও মেঘ জমতে পারে আকাশে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-১৩ এর আশেপাশে থাকছে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ১৩-১৪ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩০-৩১ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
বুধবার আকাশে মেঘ দেখা যাবে। আকাশের কখনও রোদ, কখনও মেঘ থাকবে। জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের দিকেও আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়ার গড় গতিবেগ ১৪-১৫ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel-প্রায় ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-৮-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬ টা বেজে ২৮ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫ টা বেজে ৭ মিনিটে।
পশ্চিম মেদিনীপুর:
মঙ্গলবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৬-১৭ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৯১ শতাংশের কাছাকাছি থাকবে। রাতের দিকে আকাশে ঘন মেঘ থাকবে।
বুধবার জেলার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা। বৃষ্টির পূর্বাভাস নেই। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮২ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯০ শতাংশে। রাতের আকাশে ঘন মেঘ থাকবে।
আরও পড়ুন: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? চলতি সপ্তাহে কোন কোন চাকরির দিকে নজর রাখবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)