Weather Rain : ঝমঝমে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, কলকাতায় রীতিমতো ঘাটতি
স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তরবঙ্গ ভাসলেও, বর্ষার শুরুতে এবার দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম। কলকাতার বিভিন্ন অঞ্চলে সকাল থেকে হালকা বৃষ্টি হলেও জুলাই মাসের শুরুতে যে বর্ষণ হওয়ার কথা, ততটা হচ্ছে কই ! আবহাওয়া দফতরও জানিয়েছে তেমনটাই। যদিও উত্তরবঙ্গে এবার দক্ষিণবঙ্গের আগেই প্রবেশ করেছে বর্ষা। ভাসছে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং জেলা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে ( North Bengal ) স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ( South Bengal ) বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Met Office) জানিয়েছে, আগামী কয়েকদিন দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ওড়িশার ( Odisha ) কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
Day | Min | Max | Icon | Text |
---|---|---|---|---|
02-Jul | ২৬.0 | ৩২.০ | মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি | |
03-Jul | ২৬.0 | ৩৩.০ | মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি | |
04-Jul | ২৬.0 | ৩৪.০ | আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি | |
05-Jul | ২৬.0 | ৩৩.০ | মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি | |
06-Jul | ২৬.0 | ৩৩.০ | মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী বৃষ্টি |
কয়েকদিন আগে বৃষ্টিতে জলমগ্ন হয় জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে। কোথাও হাঁটুজল পেরিয়ে চলে যাতায়াত। জল জমে স্টেশন রোড, অরবিন্দ নগর, দেশবন্ধু পাড়া, পাণ্ডাপাড়া-সহ বিভিন্ন এলাকায়। জমা জলে বাড়ে দুর্ভোগ।