Purba and Paschim Burdwan Weather : আজও তাপপ্রবাহের সতর্কতা, সন্ধেয় কি বৃষ্টি হতে পারে দুই বর্ধমানে ?
Weather Update News of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৪২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ৩০ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- মেঘলা আকাশ, বৃষ্টি
বাতাস- ২০ কিমি/ঘণ্টা
আর্দ্রতা - ৩৪ শতাংশ
সূর্যোদয়- সকাল ৪টা ৫২ মিনিট
সূর্যাস্ত- ৬টা ২৫ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার।
বঙ্গের আবহাওয়া-
উত্তর ভিজলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। জ্বালাপোড়া গরম থেকে নিস্তার কবে ? এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মধ্যে। চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় সকলেই। সবাই জানতে চান দুটো প্রশ্নের উত্তর। গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? এই পরিস্থিতিতে অবশ্য শেষমেশ স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলায় পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু (Monsoon Update)।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ১৮ জুন পর্যন্ত। এদিকে, ১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে। উল্টোদিকে, আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।