Weather Update: উত্তর ও দক্ষিণে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির আশঙ্কা
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টির সম্ভাবনা।
কলকাতা: আজ থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে।
গত রবিবার থেকেই হাওয়া বদল হয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা ছিল। কলকাতাতেও আজ থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হতে পারে। বইবে দমকা ঝোড়ো হাওয়া। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।
চৈত্রের আকাশে ফের দুর্যোগের মেঘ। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবার হতে পারে ঝড়ও। আবহওয়া দফতর সূত্রে খবর, রবিবার বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকের দুই ডিগ্রি বেশি।
রাজ্যে কোথায় কেমন আবহাওয়া?
বাঁকুড়া: শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিভিন্ন জেলাতে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।
উত্তর ২৪ পরগনার তাপমাত্রা: গতকাল, ২৯ মার্চ উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের আশেপাশে। হাওয়ার গতিবেগ ১০ কিলোমিটায়/ঘণ্টা।
আজ, ৩০ মার্চ উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৩ শতাংশের আশেপাশে। হাওয়ার গতিবেগ ১৪ কিলোমিটায়/ঘণ্টা।
আবহাওয়ার আপডেট: আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তুলনায় কমে এসেছে। রোদের দেখা মিলবে। গরমও অনুভূত লাগবে। উত্তরবঙ্গে মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে আবহাওয়া। দক্ষিণবঙ্গেও রোদের দেখা মিলবে। আকাশে মেঘের দেখা মিললেও ঝড় বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Humidity) পরিমাণ ৪১ শতাংশ।
সূর্যাস্ত (Sunrise) - সকাল ৫:৩৪
সূর্যোদয় (Sunset) - বিকেল ৫:৫৪