Darjeeling Weather: দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা, চলবে বৃষ্টি
Weather Update Report: https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে শৈলশহরে তুষারপাতের সম্ভাবনা ।

দার্জিলিং: পর্যটকশূন্য পাহাড়ে দাপুটে ইনিংস খেলছে শীত। টানা দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ১-৪ ডিগ্রির মধ্যেই থাকছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দিনে পাঁচেক রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া-ই থাকলেও দার্জিলিং-জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমারই কথা। কোভিড কালে ফের শুরু হয়ে গিয়েছে টয় ট্রেনের পরিষেবা। পর্যটকশূন্য সবুজ পাহাড়ের গা ঘেষে ছুটছে ট্রেন। পর্যটকের সংখ্যা গুটিকয়েক। তারাই দার্জিলিঙের ঠান্ডা অনুভাব করছেন চুটিয়ে। বৃহস্পতিবারের পর শুক্রেও পাহাড়ে কনকনে ঠান্ডাই থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১ ডিগ্রি থেকে ৭ ডিগ্রির মধ্যে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জাঁকিয়ে শীত ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে।
https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে
| দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | কেমন কাটবে দিন |
|---|---|---|---|
| ২৭ Jan | ১.0 | ৭.0 | বৃষ্টি ও তুষারপাত |
| ২৮ Jan | ১.0 | .৭0 | বৃষ্টি ও তুষারপাত |
| ২৯-Jan | ২.0 | ৮.0 | সাধারণত মেঘলা আকাশ |























