Bengal Weather Update : তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, এবারের মতো শীত-বিদায় ?
Bengal Weather Update : হালকা শীতের আমেজ অনুভূত হবে আগামী উইকএন্ডে। তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।
সঞ্চয়ন মিত্র , কলকাতা : রাজ্যজুড়ে কুয়াশা। বুধবার পর্যন্ত সকালে হালকা মাঝারি কুয়াশা, কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা। আগামী তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
সপ্তাহশেষে শীতের আমেজ
সারা সপ্তাহ উচ্চ তাপমাত্রা ভোগালেও শুক্র ও শনিবার সামান্য কমবে তাপমাত্রা। ফলে হালকা শীতের আমেজ অনুভূত হবে আগামী উইকএন্ডে। তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। অর্থাৎ জাঁকিয়ে শীত ফেরার আর সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পং এর কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।
কলকাতায় সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমবে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা।
- সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
- রবিবার এই তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
- রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 06-Feb 16.0 28.0 Fog/mist in the morning and mainly clear sky later 07-Feb 17.0 29.0 Fog/mist in the morning and mainly clear sky later 08-Feb 19.0 30.0 Fog/mist in the morning and mainly clear sky later 09-Feb 16.0 30.0 Mainly Clear sky 10-Feb 17.0 29.0 Mainly Clear sky 11-Feb 18.0 30.0 Mainly Clear sky 12-Feb 18.0 31.0 Mainly Clear sky