(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Weather : দু’ দিনে ৬ ডিগ্রি নামল পারদ, সপ্তাহশেষে কাঁপছে কলকাতা
Kolkata Weather Update : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও দু’-একদিন শীতের আমেজ বজায় থাকবে। ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা
কলকাতা : মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের। দু’ দিনে ৬ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও দু’-একদিন শীতের আমেজ বজায় থাকবে। ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
সরস্বতী পুজোয় কলকাতায় বৃষ্টি হয়নি। গোটা দক্ষিণবঙ্গেই শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে । তবে উত্তরবঙ্গে গতকালও বৃষ্টি হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কিন্তু রবিবাসরীয় সকালে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহশেষ থেকেই কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পূর্বাভাস সত্যি করে হলও তাই। ঝপ করে নামল কলকাতার তাপমাত্রা। সরস্বতী পুজোর উইকএন্ড জমে গেল শীতের আমেজে। শনিবার থেকেই শীতবস্ত্র গায়ে চাপিয়ে কলকাতার কোনায় কোনায় সদ্য যুবাদের ভিড়। রবিবারও জমাটি ঠান্ডায় কলকাতাবাসীর মনখুশ।
https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে
দিন | Min | Max | Text |
---|---|---|---|
0৬-Feb | ১৩.0 | ২৪.0 | দিন শুরু কুয়াশা দিয়ে, পরে পরিষ্কার আকাশ |
0৭-Feb | ১৪.0 | ২৩.0 | দিন শুরু কুয়াশা দিয়ে, পরে পরিষ্কার আকাশ |
0৮-Feb | ১৫.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ |
দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে শনিবার। বরফের চাদরে ঢেকেছে টাইগর হিল, ঘুম থেকে লাভা, রিশপ। বহু বছর পর তুষারপাত হয় কার্শিয়াঙের চিমনি দেওরালিতেও।
আরও পড়ুন :